‘প্রাসঙ্গিক ভাবনা’য় এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনি-ভিত্তিক রাজনৈতিক-বিশ্লেষক ও সমাজকর্মী আবেদিন টিপু।
অস্ট্রেলিয়ার মূলধারার রাজনীতিতে বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন,
“অস্ট্রেলিয়ার রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহণ অবশ্যই যুক্তিযুক্ত।”
এর কারণ হিসেবে তিনি বলেন,
“কেননা, এটা আমাদের দ্বিতীয় নিবাস।”
পাশাপাশি তিনি উদ্বেগ প্রকাশ করেন যে,
“রাজনীতিতে অংশগ্রহণ করে এটা একটা ‘ভীকল’ (মাধ্যম) তৈরি করা হচ্ছে, বাংলাদেশী ইনফ্লুয়েন্স বা বাংলাদেশী করাপ্ট পলিটিক্সগুলো এখানে নিয়ে আসার জন্য।”
আবেদিন টিপু বলেন, ‘আমি এটার বিরুদ্ধে।’ তার মতে, ‘পরিচ্ছন্নভাবে আমরা কীভাবে রাজনীতিটা করতে পারি সেটার দিকে মনোযোগী হতে হবে।”
আর, বাংলাদেশের রাজনীতি অস্ট্রেলিয়াতে করা যৌক্তিক কিনা সে প্রসঙ্গে তিনি বলেন, এটা হ্যাঁ বা না, দুটোই হতে পারে।
“এখানে যারা বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত তারা বাংলাদেশ-কেন্দ্রীক রাজনীতিটা করে। বাংলাদেশের যে-সব মন্ত্রী-এমপি এদেশে আসেন, তাদের হোস্ট করার জন্য, তাদের মনোরঞ্জনের জন্য রাজনীতি করে এবং এটার দ্বারা তারা বাংলাদেশে সুযোগ-সুবিধা নিতে চায়। তারা এখানের লোকজনকে দেখাতে চায়, বাংলাদেশে আমার এই ইনফ্লুয়েন্সটা আছে।”
আবেদিন টিপু বলেন,
“এখানে যারা বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত তারা বাংলাদেশ-কেন্দ্রীক রাজনীতিটা করে। বাংলাদেশের যে-সব মন্ত্রী-এমপি এদেশে আসেন, তাদের হোস্ট করার জন্য, তাদের মনোরঞ্জনের জন্য রাজনীতি করে এবং এটার দ্বারা তারা বাংলাদেশে সুযোগ-সুবিধা নিতে চায়। তারা এখানের লোকজনকে দেখাতে চায়, বাংলাদেশে আমার এই ইনফ্লুয়েন্সটা আছে।”
সবশেষে তিনি বাংলাদেশী অস্ট্রেলিয়ানদের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
আবেদিন টিপুর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।