এক ব্যক্তির মাথায় লাথি মারার ভিডিও: সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাসপেন্ড করেছে ভিক্টোরিয়া পুলিস

ঘটনাস্থলের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময়ে ভিডিও-চিত্র ধারণ করেন এক ব্যক্তি। ভিডিওটিতে দেখা যায়, এক লোককে ঘিরে ধরেছে ছয় জন পুলিশ কর্মকর্তা, আর সেই লোকটি উপুর হয়ে রাস্তার উপরে শুয়ে আছে। গ্রেপ্তার করার সময়ে একজন ভিক্টোরিয়ান পুলিশ কর্মকর্তা তার মাথায় লাথি মারছেন। অভ্যন্তরীণ তদন্তের পর সেই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Victoria Police are investigating an incident in which an officer appears to stomp on a man's head.

Victoria Police are investigating an incident in which an officer appears to stomp on a man's head. Source: Supplied

মেলবোর্নে গ্রেপ্তার করার সময়ে এক ব্যক্তির মাথাতে লাথি মারছে ভিক্টোরিয়ার একজন পুলিশ কর্মকর্তা- এ রকম একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর সেই কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া সেই ব্যক্তির নাম টিমোথি অ্যাটকিন্স। গত রবিবার এপিং-এ তাকে গ্রেপ্তার করার সময়ে তার মাথায় একজন সিনিয়র কনস্টেবল লাথি মারেন, এ রকম একটি ভিডিও সামাজিক-যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটিতে আরও দেখা যায়, পুলিশের একটি গাড়ি মিস্টার অ্যাটকিন্সকে ধাক্কা দেয় গ্রেপ্তার হওয়ার আগে যখন তিনি এর সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

৩২ বছর বয়সী এই ব্যক্তিটির বাইপোলার ডিজঅর্ডার রয়েছে। এই ঘটনার পর তিনি ইনডিউসড কোমায় আছেন।

যে পুলিশ কর্মকর্তা টিমোথি অ্যাটকিন্স-এর মাথায় লাথি মেরেছেন তার অপসারণের দাবি করেছেন তার বাবা গ্লেন অ্যাটকিন্স।
তিনি বলেন, তার ছেলে নর্দার্ন হসপিটাল এপিং-এ চিকিৎসার জন্য গিয়েছিলেন। এর পর তিনি একজন সহকর্মীর সঙ্গে দেখা করার জন্য বাইরে দৌঁড়ান। এটা দেখে হাসপাতালের কর্মীরা পুলিশে কল করে।

ভিক্টোরিয়া পুলিশের ইন্টারনাল এথিকস বডি এই ঘটনার তদন্ত করছে।

পুলিশ ফোর্স থেকে প্রাথমিকভাবে বলা হয়েছে, ৩২ বছর বয়সী সেই ব্যক্তি, যার কোনো স্থির ঠিকানা নেই, সে আক্রমণাত্বক আচরণ করছিল এবং গ্রেপ্তার প্রচেষ্টা এড়ানোর সময়ে পুলিশের একটি গাড়ির ক্ষতি করেছিল।

মঙ্গলবার দ্বিতীয় একটি বিবৃতিতে বলা হয়েছে, আগের দিন সন্ধ্যায় ক্রিটিকাল ইনসিডেন্ট রেসপন্স টিম-এর সেই সিনিয়র কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।
মানসিক স্বাস্থ্য-সেবার জন্য পাঠক-পাঠিকারা বিয়ন্ড ব্লুর সঙ্গে যোগাযোগ করতে পারেন 1300 22 4636 নম্বরে। ভাষা ও সংস্কৃতিরি দিক দিয়ে বৈচিত্রময় পটভূমির লোকেরা আরও তথ্যের জন্য দেখুন  

Follow SBS Bangla on .

Share
Published 14 September 2020 6:24pm
Updated 15 September 2020 12:07pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends