ভিক্টোরিয়ায় কমছে ভাইরাস শনাক্তের সংখ্যা, লকডাউন বিরোধী প্রতিবাদকারীদের 'স্বার্থপর' আচরণে হতাশ পুলিশ

ভিক্টোরিয়া রাজ্যে ধীরে ধীরে কমে আসছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা, কমার এই ধারা চলতে থাকলে রিজিওনাল এলাকাগুলো আগেভাগেই খুলে দিতে সরকার। এদিকে লকডাউন বিরোধী প্রতিবাদীদের দ্বায়িত্বহীন আচরণে রাজ্যের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হতাশা প্রকাশ করেছেন।

Victorian Premier Daniel Andrews has defended the lockdown curfew, saying the policy is about protecting lives.

Victorian Premier Daniel Andrews has defended the lockdown curfew, saying the policy is about protecting lives. Source: AAP

ভিক্টোরিয়া কভিড ১৯ পরিস্থিতি 

ভিক্টোরিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৩ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। 

এছাড়া ভাইরাসে ৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, মৃতদের ৭ জন ছিলেন বৃদ্ধাশ্রমের বাসিন্দা। ভিক্টোরিয়ায় এ পর্যন্ত ৭১০ জন মারা গেল। 

রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যানড্রুজ বলেছেন, রাজ্যের রিজিওনাল এলাকাগুলোতে ভাইরাস শনাক্তের সংখ্যা কমছে, এতেই বোঝা যায় বিধিনিষেধগুলো ঠিকমত কাজ করছে। রিজিওনাল এলাকাগুলোতে গত ১৪ দিনে গড়ে ৪.৭ জন করে শনাক্ত হচ্ছে। 

মিঃ অ্যানড্রুজ বলেন, এর মানে রিজিওনাল এলাকাগুলো থেকে বিধিনিষেধ দ্রুতই তুলে দেয়া সম্ভব হবে। 

কর্তৃপক্ষ মেলবোর্নের বিধিনিষেধে কোন পরিবর্তন আনার আগে পাক্ষিক হিসেবে দৈনিক সংক্রমণ গড়ে ৫০-এর নীচে দেখতে চায়। 

এদিকে এক সমীক্ষায় দেখা গেছে ভাইরাস প্রাদুর্ভাবের দ্বিতীয় তরঙ্গের পর থেকে স্বাস্থ্য কর্মীদের মধ্যে প্রিমিয়ার ড্যানিয়েল অ্যানড্রুজের প্রতি সন্তুষ্টি কমে গেছে। 

গবেষণা সংস্থা TKW Research-এর সমীক্ষায় দেখা যায় ৩০০ স্বাস্থ্য কর্মীর মধ্যে শতকরা ৫৮ ভাগ মিঃ অ্যানড্রুজের করোনাভাইরাস মোকাবেলার প্রস্তুতির বিষয়ে সন্তুষ্ট, যা এর আগে এপ্রিলে ছিল ৮৬ ভাগ।

এদিকে নিউ সাউথ ওয়েলসে নতুন করে ১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সিডনির দুটি হাসপাতালের ১০০ জন স্বাস্থ্যকর্মীকে ভাইরাস সংক্রমণের আশংকায় আইসোলেশনে রাখা হয়েছে।   

ভিক্টোরিয়া রাজ্যসহ সারা অস্ট্রেলিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৯ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। সারা দেশে এ পর্যন্ত মারা গেছে মোট ৭৯৭ জন। 
Police scuffle with protesters during an anti-lockdown protest in Melbourne, Saturday, September 5, 2020.
(File Photo) Police scuffle with protesters during an anti-lockdown protest in Melbourne, Saturday, September 5, 2020. Source: AAP
কারফিউ দেয়ার প্রশ্নে ড্যানিয়েল অ্যানড্রুজের আত্মপক্ষ সমর্থন 

প্রিমিয়ার ড্যানিয়েল অ্যানড্রুজ কারফিউ দেয়ার প্রশ্নে আত্মপক্ষ সমর্থন করে বলেছেন এতে মানবাধিকার লঙ্ঘিত হয়নি। রাজ্যে কারফিউ দেয়ার ফলে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কিনা এজন্য তদন্ত করতে ফেডারেল লিবারেল এমপি টিম ওয়িলসন অস্ট্রেলিয়ান হিউম্যান রাইটস কমিশনকে  চিঠি দিয়েছেন যার প্রেক্ষিতে মিঃ অ্যানড্রুজ একথা বলেন। 

দ্যা অস্ট্রেলিয়ান পত্রিকা সম্প্রতি এক প্রতিবেদনে জানায় মিঃ ওয়িলসন ভিক্টোরিয়ার কারফিউ আন্তর্জাতিক মানবাধিকার আইনের বরখেলাপ কিনা তা তদন্ত করতে অস্ট্রেলিয়ান হিউম্যান রাইটস কমিশন এবং ভিক্টোরিয়ান ইকুয়াল অপরচুনিটি ও হিউম্যান রাইটস কমিশনকে ইমেইল করেছেন। 

লকডাউন বিরোধী প্রতিবাদকারীদের 'স্বার্থপর' আচরণে হতাশ ভিক্টোরিয়া পুলিশ 

ভিক্টোরিয়া পুলিশ বলেছে এই উইকেন্ডে তারা বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করবে, এবং তারা লকডাউন বিরোধী প্রতিবাদ সমাবেশে কেউ অংশগ্রহন করলে আটক করবে। গত উইকেন্ডে তারা এমন ১৭ জনকে আটক করেছিল। 

ভিক্টোরিয়া পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বলেন, লকডাউন বিরোধী প্রতিবাদকারীদের স্বার্থপর আচরণে তারা বিরক্ত। 

অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিঃ লুক কর্ণেলিয়াস শুক্রবার সাংবাদিকদের বলেন, "আমার মনে হয়েছে যেন কোন কুকুর নিজের বমন সেবন করতে যাচ্ছে।" 

ধারণা করা হচ্ছে এই উইকেন্ডে করোনাভাইরাস রেস্ট্রিকশনের বিরুদ্ধে আবারো প্রতিবাদ সমাবেশের পরিকল্পনা করা হচ্ছে। 

তিনি বলেন, "আমি ভীষণ হতাশ।"

তিনি বলেন, মেলবোর্নে শনিবারের প্রস্তাবিত 'পায়ে হাঁটা' লকডাউন বিরোধী প্রতিবাদ সমাবেশে বিপুল সংখ্যক পুলিশ এবং রিসোর্স ব্যবহার করা হবে। এজন্য বিভাগের অনেক পুলিশ অফিসারদের অন্যান্য কাজ থেকে সরিয়ে এখানে মোতায়েন করা হবে।  

 

মেলবোর্ন মেট্রোপলিটন এলাকায় স্টেজ ৪ রেস্ট্রিকশন চলমান, বাসিন্দাদের অবশ্যই রাট ৮টা থেকে ভোর ৫টার সান্ধ্য আইন (কারফিউ) মেনে চলতে হবে। 

এসময় বাসিন্দারা শুধু কাজে যেতে এবং জরুরি স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত কাজে বের হতে পারবে। 

সকল ভিক্টোরিয়ানদের সে যে স্থানেই থাকুক না কেন অবশ্যই মাস্ক পড়তে হবে।   

অস্ট্রেলিয়ায় প্রত্যেককে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যের বিধিনিষেধগুলো দেখুন। আপনি যদি ঠাণ্ডা বা ফ্লুয়ের মত উপসর্গ অনুভব করেন তাহলে চিকিৎসককে ফোন দিন অথবা করোনা ভাইরাস হেলথ ইনফর্মেশন হট লাইন ১৮০০০২০০৮০ এই নাম্বারে ফোন দিন। এ সংক্রান্ত আরও খবর ও তথ্য আপনার ভাষায় জানতে ভিজিট করুনঃ

আরও পড়ুনঃ 

Share
Published 11 September 2020 9:38pm
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends