অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে বুশফায়ার দেখা দিয়েছে। কয়েকটি স্থানে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার-ফাইটাররা। পেশাজীবি ফায়ার-ফাইটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন অসংখ্য ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী অগ্নি-নির্বাপক।
ভলান্টিয়ার ফায়ার-ফাইটার হওয়ার জন্য কী করতে হবে? এ বিষয়ে কিছু দিয়েছে।
Volunteer fire fighters are seen on duty at Menai Rural Fire Service Station, in Sydney, Monday, April 16, 2018. Source: AAP Image/Brendan Esposito
প্রথম ধাপ
শুরু
নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিসের সঙ্গে ভলান্টিয়ার হিসেবে কাজ করাটা সহজ। ভলান্টিয়ার হিসেবে বিভিন্নভাবে কাজ করা যায়। প্রথমে দেখতে হবে আপনি আসলে কীভাবে কাজ করতে চান এবং কতোটা সময় আপনি দিতে পারবেন। তবে, এসবের আগে আপনি আপনার পরিবার, বন্ধু-বান্ধব এবং নিয়োগদাতার সঙ্গে কথা বলে নিন। কারণ, তাদের সহায়তা অনেক গুরুত্বপূর্ণ।
দ্বিতীয় ধাপ
লোকাল ভলান্টিয়ার রুরাল ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ
এই ধাপে আপনি আপনার স্থানীয় ভলান্টিয়ার রুরাল ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করুন। তারা সবাই স্বেচ্ছাসেবী এবং তারা আপনাকে বলতে পারবে আপনার জন্য এই কাজ করাটা ঠিক হবে কিনা। এই ব্রিগেডের ঠিকানা জানা না থাকলে আপনার নিকটবর্তী ফায়ার কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন কিংবা ইমেইল করুন এই ঠিকানায়: .
তৃতীয় ধাপ
আবেদন
ভলান্টিয়ার মেম্বারশিপ এপ্লিকেশন ফর্ম পূরণ করুন এবং তা ব্রিগেডে জমা দিন। আপনার বয়স যদি ১৬ বছরের বেশি হয় তাহলে আপনাকে ন্যাশনাল পুলিস চেকিং সার্ভিস কনসেন্ট ফর্ম পূরণ করতে হবে। পরিচয় নিশ্চিত করার জন্য ১০০ নম্বরের আইডেন্টিফিকেশন জমা দিতে হবে।
Geoff Hilton (right) chats to a volunteer firefighter who successfully defended his property in Torrington, near Glen Innes, Sunday, November 10, 2019. Source: AAP
চতুর্থ ধাপ
সাক্ষাৎকার
ব্রিগেড হয়তো আপনাকে সাক্ষাৎকারের জন্য ডাকতে পারে। এ সময়ে ভলান্টিয়ারিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হবে এবং তারা আপনার কাছে কী আশা করে করে, আপনার ভূমিকা কী হবে সে সম্পর্কে বলা হবে।
নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিসে যে-সব ভূমিকায় ভলান্টিয়ার হিসেবে কাজ করা যায় সেগুলো হলো:
ফায়ার-ফাইটিং, অ্যাডমিনিস্ট্রেশন, কমিউনিকেশন্স, ক্যাটারিং, কমিউনিটি এডুকেশন, কমিউনিটি এনগেজমেন্ট, ট্রেইনিং, অপারেশনাল লজিস্টিক্স সাপোর্ট, ওয়েলফেয়ার সাপোর্ট, ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ও ইয়ুথ ডেভেলপমেন্ট।
পঞ্চম ধাপ
প্রবেশনারি মেম্বারশিপ
আপনি ও ব্রিগেড উভয় পক্ষ একমত হলে এর পরে আপনার দরখাস্ত অনুমোদনের জন্য ডিস্ট্রিক্ট ম্যানেজারের কাছে পাঠানো হবে। এ সময়ে আপনি ‘প্রবেশনারি মেম্বার পেন্ডিং ক্লিয়ারেন্স’ হিসেবে বিবেচিত হবেন।
ষষ্ঠ ধাপ
ক্রিমিনাল হিস্টরি রেকর্ড চেক
আবেদনকারীরা সদস্য হওয়ার যোগ্য কিনা তা যাচাই করে দেখাটা গুরুত্বপূর্ণ। কারণ, সমাজে ফায়ার-ফাইটার ভলান্টিয়ারদের প্রতি আস্থা রয়েছে। তাই দরখাস্ত অনুমোদনের পর পূর্ব-অপরাধের রেকর্ড যাচাই করে দেখা হয়। এক্ষেত্রে অবশ্য ব্যক্তির গোপনীয়তা রক্ষা করা হয়।
সপ্তম ধাপ
ইনডাকশন
ক্লিয়ারেন্স আসা পর্যন্ত অপেক্ষাকালে আপনি ব্রিগেডের তত্ত্বাবধানে কিছু কিছু কাজ শুরু করতে পারবেন। তবে, এ সময়টিতে আপনি সব ধরনের কাজে অংশ নিতে পারবেন না, এক্ষেত্রে বেশি কিছু সীমাবদ্ধতা রয়েছে।
Source: AAP
অষ্টম ধাপ
দরখাস্তের ফলাফল
আপনার সদস্য হওয়ার আবেদন সফল হলে আপনাকে চিঠি দিয়ে জানানো হবে। চিঠিতে সদস্য নম্বরও উল্লেখ করা হবে। এরপর আপনি পরিপূর্ণভাবে ভলান্টিয়ার হিসেবে ব্রিগেডের সঙ্গে কাজ করতে পারবেন।
নবম ধাপ
প্রশিক্ষণ
নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস সবাইকে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দিয়ে থাকে। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি নিরাপদে আপনার ভূমিকা পালনের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও শিক্ষা লাভ করতে পারবেন। প্রশিক্ষণ শেষে আপনাকে আপনার কাজের উপযোগী পোশাক এবং সরঞ্জাম প্রদান করা হবে।
দশম ধাপ
সাধারণ সদস্য-পদ
কমপক্ষে ছয় মাস পর্যন্ত আপনি প্রবেশনারি মেম্বার হিসেবে বিবেচিত হবেন। প্রবেশনারি পিরিয়ড শেষ হলে আপনার ব্রিগেড ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিবে যে, আপনাকে সাধারণ সদস্য হিসেবে গ্রহণ করা হবে কিনা।