হাইলাইটস
- হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, হাইটেক সেক্টর, এগ্রিবিজনেস এবং ফুড প্রডাকশনের প্রতি বেশি নজর
- ইংরেজি ভাষায় দক্ষতা ও বয়সের ক্ষেত্রে বড় ধরনের ছাড়
- স্থায়ী অভিবাসনের পথ খোলা
সাউথ অস্ট্রেলিয়ার ডামা-এর পেশা-তালিকায় নতুনভাবে যুক্ত পেশাগুলোর ক্ষেত্রে হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, হাইটেক সেক্টর, এগ্রিবিজনেস এবং ফুড প্রডাকশনের প্রতি বেশি নজর দেওয়া হয়েছে।
মাইগ্রেশন সাউথ অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা কিংবা স্কিলড এমপ্লয়ার স্পন্সর্ড রিজিওনাল ভিসার মাধ্যমে ডামা পেশা-তালিকার সকল পেশায় এখন স্থায়ী অভিবাসনের পথ রাখা হয়েছে।
অ্যাডিলেইড মেট্রোপলিটন রিজিওন এবং রিজিওনাল সাউথ অস্ট্রেলিয়ার জন্য পৃথক পৃথক ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন এগ্রিমেন্ট (ডামা) রয়েছে।
কোভিড-পরবর্তী সময়ে ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠার জন্য পেশা-তালিকায় পরিবর্তন আনা হয়েছে।
ইংরেজি ভাষায় ছাড়
ইংরেজি ভাষায় দক্ষতা এবং বয়সের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে রাজ্যটি।
বিবৃতিটিতে বলা হয়েছে, সাউথ অস্ট্রেলিয়া ইংরেজি ভাষা এবং বয়সের ক্ষেত্রে অতিরিক্ত ছাড় প্রদান নিশ্চিত করেছে। স্থায়ী ভিসার ক্ষেত্রেও এগুলো এখন কার্যকর হবে। বেশ কিছু পেশায় কাজের অভিজ্ঞতার শর্তে পরিবর্তন আনা হয়েছে। এর ফলে যোগ্য আন্তর্জাতিক গ্রাজুয়েটরা আবেদন করার উপযুক্ততা লাভ করবেন।
সাউথ অস্ট্রেলিয়ায় দক্ষ কর্মীর অভাব রয়েছে।
অস্ট্রেলিয়া সরকার এবং রাজ্য সরকারের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হলো ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন এগ্রিমেন্ট (ডামা)। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে দক্ষ কর্মীর অভাব পূরণ করা হয়। অস্ট্রেলিয়ার বড় বড় শহরগুলো থেকে অভিবাসীদের চাপ কমানোর জন্য সরকার নতুন এই পরিকল্পনা অনুসারে কাজ করেছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার রিজিওনাল এলাকাগুলোতে বসবাসের জন্য অভিবাসীদেরকে আকৃষ্ট করা হচ্ছে।