অস্ট্রেলিয়ার রিজিওনাল এলাকাগুলোতে বসবাসের জন্য অভিবাসীদেরকে আকৃষ্ট করতে অস্ট্রেলিয়া সরকার নতুন একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এটি Designated Area Migration Agreements (DAMA) নামে পরিচিত। এ সম্পর্কে ব্যারিস্টার রুমানা জাহান বলেন,
“ডামা নিয়ে মিডিয়াতে এবং সোশাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে, লেখালেখি হচ্ছে। এটা নিয়ে অনেক মিস-আন্ডারস্ট্যান্ডিংও আছে।”
“ডামা হচ্ছে এমপ্লয়ার স্পন্সরড প্রোগ্রাম।”
“আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন।”এসবিএস বাংলার সঙ্গে ব্যারিস্টার রুমানা জাহানের সম্পূর্ণ সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Migration agent, Barrister and Solicitor Rumana Jahan. Source: Supplied