ওরানা রিজিওনে মাইগ্রেশন রাউন্ডটেবল আলোচনা অনুষ্ঠিত

RDA Orana

Source: Facebook

আর ডি এ ওরানা, অর্থাৎ রিজিওনাল ডেভেলপমেন্ট অস্ট্রেলিয়া, ওরানা নিউ সাউথ ওয়েলস এবং রিজিওনাল অস্ট্রেলিয়া ইনস্টিটিউট-এর উদ্যোগে শুক্রবার, ৪ অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল মাইগ্রেশন রাউন্ডটেবল আলোচনা সভা। ওরানা রিজিওনে মাইগ্রেশন স্ট্রাটেজি নির্ধারণে স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করাই ছিল এর অন্যতম লক্ষ্য। ডাবোর বাংলাভাষী কমিউনিটি থেকে এতে অংশ নেন রাজনীতিবিদ ও সমাজসেবী শিবলি চৌধুরী।


ফেডারাল সরকারের সঙ্গে ডেজিগনেটেড এরিয়া মাইগ্রেশন এগ্রিমেন্ট (ডামা) চুক্তিতে আবদ্ধ হয়েছে নিউ সাউথ ওয়েলসের ওরানা রিজিওন। এই অঞ্চলে দক্ষ অভিবাসীদেরকে বসবাসে আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। মাইগ্রেশন স্ট্রাটেজি নির্ধারণে স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে সম্প্রতি একটি গোল-টেবিল বৈঠকের আয়োজন করে আরডিএ ওরানা এবং রিজিওনাল অস্ট্রেলিয়া ইনস্টিটিউট।

রিজিওনাল অস্ট্রেলিয়ায় অভিবাসনের ক্ষেত্রে সুবিধা-অসুবিধাগুলো নিয়েই মূলত আলোচনা হয়।
RDA Orana
Source: Facebook
এসবিএস বাংলার সঙ্গে শিবলি চৌধুরীর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share