ন্যাশনাল পার্টি অফ অস্ট্রেলিয়ার সদস্য শিবলি চৌধুরী এবারের ফেডারাল নির্বাচন সম্পর্কে বলেন,
“এবারের নির্বাচনে টান টান উত্তেজনা ছিল।”
বাংলাদেশের নির্বাচনের সঙ্গে তুলনা করে তিনি বলেন,
“অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এদেশে ভোট প্রদান করাটা বাধ্যতামূলক।”
সঙ্গত কারণ ছাড়া এদেশে ভোট প্রদানে ব্যর্থ হলে জরিমানা দিতে হয়।
শিবলি চৌধুরী বলেন,
“এখানে আপনি যে দলই করেন না কেন, সবাই সবার প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করে। হেরে গেলেও তারা সহজেই পরাজয়টা মেনে নেন।”
তার মতে, এ বারের নির্বাচনে ট্যাক্স ইস্যুটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ছাড়া, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও রিজিওনাল অস্ট্রেলিয়ার অর্থনৈতিক উন্নয়নের বিষয়টিও অনেক গুরুত্ব পেয়েছে।
Shibli Chowdhury (extreme right). Source: Supplied
এসবিএস বাংলার সঙ্গে শিবলি চৌধুরীর সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।