Feature

'ইন্ডিজেনাস ভয়েস টু পার্লামেন্টের' গণভোটে অস্ট্রেলিয়া 'না' ভোট দিয়েছে

দুই দশকেরও বেশি সময়ের পর অস্ট্রেলিয়ার প্রথম গণভোটে 'ভয়েস টু পার্লামেন্ট' প্রস্তাব পরাজিত হয়েছে।

VOICE REFERENDUM COUNTING

Ballot papers are seen at a counting centre in Melbourne, Saturday, October 14, 2023. Australians will vote in a referendum on October 14 on whether to enshrine an Indigenous voice in the country's constitution. (AAP Image/Con Chronis) NO ARCHIVING Source: AAP / CON CHRONIS/AAPIMAGE

গুরুত্বপূর্ণ দিক
  • ইন্ডিজেনাস ভয়েস টু পার্লামেন্টের গণভোটে 'না' ভোট জয়ী হয়েছে।
  • ছয়টি স্টেট এবং নর্দার্ন টেরিটরির সংখ্যাগরিষ্ঠ ভোটাররা 'না' ভোট দিয়েছে, অন্যদিকে এসিটি 'হ্যাঁ' ভোট দিয়েছে।
  • প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিজি অস্ট্রেলিয়ানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
আরও শুনুন
Bangla_INDIGENOUS RESULT_151023 image

পার্লামেন্টে ইন্ডিজেনাস ভয়েস গণভোটের সমাপ্তি হলো 'না' দিয়ে

SBS Bangla

15/10/202305:58
অস্ট্রেলিয়ানরা সংবিধানে সংসদে ইন্ডিজেনাস ভয়েস অন্তর্ভুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

শনিবার ঐতিহাসিক গণভোটে ছয়টি স্টেট এবং নর্দার্ন টেরিটরির সংখ্যাগরিষ্ঠ ভোটাররা 'না' ভোট দিয়েছে।

সামগ্রিকভাবে জাতীয় গণনায়ও 'না' ভোট এগিয়ে রয়েছে।

সংখ্যাগরিষ্ঠ ভোটাররা 'হ্যাঁ' ভোট রেকর্ড করেছে শুধুমাত্র এসিটিতে।

হতাশ প্রধানমন্ত্রী অ্যান্থোনি আলবানিজি তার প্রতিক্রিয়ায় জোর দিয়ে বলেছেন যে এই ফলাফল "আমাদের সংজ্ঞায়িত করে না এবং এটি আমাদের বিভক্ত করবে না"।

"এখন আমাদের সকলের উপর নির্ভর করে ঐক্যবদ্ধ থাকা এবং একই গন্তব্যের জন্য একটি ভিন্ন উপায় খুঁজে বের করা।"
PM Anthony Albanese .jpg
Australian Prime Minister Anthony Albanese delivers a statement on the outcome of the Voice Referendum at Parliament House.
বিরোধীদলীয় নেতা পিটার ডাটনও দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গণভোটকে এমন একটি অনুশীলন হিসাবে চিহ্নিত করেছেন যা অস্ট্রেলিয়ার "প্রয়োজন ছিল না"।

"(ভয়েসের জন্য গণভোটের) প্রস্তাব এবং প্রক্রিয়াটি অস্ট্রেলিয়ানদের ঐক্যবদ্ধ করার জন্য সৃষ্টি দেয়া উচিত ছিল, আমাদের বিভক্ত করার জন্য নয়," তিনি বলেন।
PETER DUTTON VOICE REFERENDUM ADDRESS
Opposition Leader Peter Dutton and Shadow Minister for Indigenous Australians Senator Jacinta Price address the media following the referendum. Source: AAP / JONO SEARLE/AAPIMAGE
এদিকে কিছু আদিবাসী অস্ট্রেলিয়ান ভোটের ফলাফলের পরে "সপ্তাহব্যাপী নীরবতা" পালন করবেন, অন্যরা ইতিমধ্যেই পরবর্তীতে কী হবে তা ভাবছেন।

আদিবাসী অস্ট্রেলিয়ান মন্ত্রী এবং ভয়েসের 'ইয়েস' অ্যাডভোকেট লিন্ডা বার্নি বলেছেন যে তিনি আত্মবিশ্বাসী যে ভোটের পরে আদিবাসী নেতাদের একটি নতুন প্রজন্মের আবির্ভাব হবে।

ভয়েসের বিশিষ্ট 'না' প্রচারক নিয়ংগাই ওয়ারেন মুন্ডাইন বলেছেন যে ফলাফলটি ইঙ্গিত দেয় যে অস্ট্রেলিয়ানরা আদিবাসী সম্প্রদায়ের সমস্যাগুলির বিষয়ে "কাজ করতে চায়"।

"কোন কোন আদিবাসী সম্প্রদায়ের প্রতি সহিংসতা, দুর্ব্যবহার, জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ এবং ধ্বংসাত্মক আচরণের প্রতি মানুষের উদাসীন থাকা বন্ধ করা উচিত," তিনি বলেন।
২০২৩ সালের ইন্ডিজিনাস ভয়েস টু পার্লামেন্ট গণভোট সম্পর্কে আরো জানুন এসবিএস নেটওয়ার্ক থেকে, সেইসাথে এনআইটিভির মাধ্যমে ফার্স্ট নেশন্স পরিপ্রেক্ষিত থেকেও জানতে পারেন।

থেকে আর্টিক্যাল, ভিডিও এবং পডকাস্ট শুনুন ৬০টিরও বেশি ভাষায়, অথবা থেকে দেখুন সর্বশেষ খবর এবং বিশ্লেষণ, ডকুমেন্টারি এবং বিনোদনমূলক অনুষ্ঠান।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, বিদ্যমান সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন

Share
Published 15 October 2023 4:34pm
Updated 15 October 2023 4:49pm
Presented by Shahan Alam
Source: SBS


Share this with family and friends