নিউ সাউথ ওয়েলস রাজ্যের কিছু অংশে এক দশকের মধ্যে সবচাইতে ভারী বৃষ্টিপাত হয়েছে এই রাজ্যের উত্তরাঞ্চলে রেকর্ড পরিমাণ ১০০ মিলি মিটার এর বেশি বৃষ্টিপাত হয়েছে।
বেশ কয়েকমাস ধরে দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার মানুষের কাছে এই বৃষ্টি স্বস্তির কারণ হয়ে উঠেছে।ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত জ্বলন্ত বুশফায়ারের সংখ্যা ১০০ এর নিচে নেমে এসেছে।
ভারী বৃষ্টিপাতের ফলে কুইন্সল্যান্ড রাজ্যে খরা কবলিত অঞ্চলগুলোতেও স্বস্তি এনেছে।
দক্ষিণপূর্ব কুইন্সল্যান্ডের বাসিন্দারা বলছে স্থানীয় জলাশয়গুলো বৃষ্টি শুরু হওয়ার ঘন্টাখানেক আগেও শুষ্ক ছিল। এখন তা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। এই অসাধারণ রূপান্তরটি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়।
বিভিন্ন সামাজিক-যোগাযোগ-মাধ্যমে বাঁধগুলো পানি ভর্তি হওয়ার আগের এবং পরের ছবিগুলো পোস্ট করা হচ্ছে।
কুইন্সল্যান্ডের দক্ষিণপূর্বের কিছু এলাকায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে নিউ সাউথ ওয়েলসে মুষলধারায় বৃষ্টিপাত হয়েছে।
New South Wales এর Bureau of Meteorology'র ভারপ্রাপ্ত ম্যানেজার Grahame Reader বলেন, কিছু এলাকায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
Tablelands এর ছোট্ট শহর Bundarra তে গত নয় বছরের মধ্যে এবারই প্রথম ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের বুশফায়ারে আক্রান্ত Blue Mountains এলাকাতে ৬০ মিলিমিটার এর বেশি বৃষ্টিপাত হয়েছে।
বুশফায়ারে আক্রান্ত Central Coast এর কাছাকাছি Australian Reptile Park বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে।
বন্যপ্রাণী অভয়ারণ্য এই পার্কটি ২০০৭ সালের বন্যার পর এই প্রথম দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে।
মাত্র এক সপ্তাহ আগে ওই পার্কটির কর্মীরা বুশফায়ারের আসন্ন হুমকির বিষয়ে আলোচনা করতে বৈঠক করেছে। এখন তারা বৃষ্টির পর স্বস্তির নিঃশেষ ফেলছে।কোনো আগাম বার্তা ছাড়াই এই পরিত্রাণ।
SES এর মুখপাত্র Paul Bailey বলেন, বুশফায়ারে পুড়ে যাওয়া গাছগুলো ভারী বৃষ্টিপাতের ফলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বুশফায়ারের হুমকি এখনো রয়েছে।
নিউ সাউথওয়েলসের ৮০টি এলাকা বুশফায়ারে জ্বলছে। তবে বেশিরভাগই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বৃষ্টিপাতের ফলে দমকল-কর্মীরা নিয়ন্ত্রণের ক্ষেত্রগুলিকে আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে।
Water New South Wales এর Adrian Langdon বলেন, সিডনির প্রাথমিক জলাধার Warragamba Dam এর জন্য এই বৃষ্টিপাত যথেষ্ট নয়। বর্তমানে এর ধারণ ক্ষমতার মাত্র ৪৩ শতাংশ পূর্ণ হয়েছে। জলাধার পূর্ণ হতে আগামী চার পাঁচ মাস আরো বৃষ্টির প্রয়োজন হবে।
যেটা হয়তো সম্ভব নাও হতে পারে। তবে আশার কথা হচ্ছে, আগামী কয়েকদিন আরো বৃষ্টিপাতের সম্ভাবনারয়েছে।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।