ডিসেবিলিটি নিয়ে পরিবার গুলো যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন এবিষয়ে মোহাম্মদ তারিক বলেন, অভিবাসী বা ইংরেজি না জানা পরিবারগুলোর মূল সমস্যা ভাষাগত এবং সামাজিক-সাংস্কৃতিক বাধা, তথ্য না জানা, কমুনিটির অনেকেই জানেনা কোথায় যেতে হবে, কিভাবে তথ্য পাওয়া যাবে, এবং সরকার থেকে কি কি সুবিধা আদায় করা যাবে।
ডিসেবিলিটি নিয়ে অনেক পরিবারে বেশ মানসিক-সামাজিক চাপ, স্টিগমা বা লজ্জাবোধ থাকতে পারে এগুলো তারা কিভাবে সামাল দেন ?
মোহাম্মদ তারিক একজন ডেভেলপমেন্টাল এডুকেটর হিসেবে কাজ করছেন Source: Supplied
ডিসেবিলিটির জন্য যেসব সরকারি সুবিধা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে প্রধান সুবিধা হচ্ছে এনডিআইএস-এর সেবা।
মোহাম্মদ তারিক বলেন, "এই স্কিমের মাধ্যমে একজন প্রতিবন্ধী ব্যক্তি বেশ ভালো সহায়তা পান। এজন্য সেবাগ্রহণকারীকে এনডিআইএস-এর স্থানীয় শাখায় গিয়ে রেজিস্ট্রি করতে হবে। সেখানে তাকে পরীক্ষা করে তার সহায়তা পরিকল্পনা তৈরী করা হবে পেশাদার লোকদের দ্বারা।"
তিনি বলেন, এই সহায়তা হতে পারে বাসস্থান, আর্থিক কিংবা মেডিকেল থেরাপি। একজন প্রতিবন্ধী ব্যক্তিকে স্বাভাবিক ভাবে বেঁচে থাকার জন্য যেসব সহায়তা প্রয়োজন এনডিআইএস শুধু সেই সহায়তাগুলোই দেবে।
তবে মোহাম্মদ তারিক বলেন, এই সব সহায়তা নিতেও কমিউনিটিতে সোশ্যাল স্টিগমা কাজ করে। আবার অনেকে হয়তো সহায়তা নিলেও কমুনিটিতে আলোচনা করতে স্বাচ্ছন্দ বোধ করেন না।
"কোন পরিবারে ডিসেবিলিটি থাকলে সেটা তাদের জন্য কষ্টকর, কিন্তু এই অবস্থাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে হবে এবং যত দ্রুত সম্ভব, যত আর্লি স্টেজে সম্ভব, তাদের পেশাদারদের সহায়তা নিতে হবে, এটা তাদের সন্তানদের জন্যই মঙ্গল বয়ে আনবে।"
এনডিআইএস-এর বাইরে পরিবার গুলো বিভিন্ন ফোরামে বা সমমনা গ্রুপে তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারে, তাছাড়া বিভিন্ন সংস্থা আছে যারা পরিবারগুলোকেও সহায়তা দেয়।
পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন
আরো পড়ুন: