নিউ সাউথ ওয়েলসে গাড়ী থেকে জ্বলন্ত সিগারেট ফেললে গুনতে হবে বিরাট জরিমানা

আগামী ১৭ই জানুয়ারি, ২০২০ থেকে যে কোন মোটর গাড়ীচালক গাড়ী থেকে যদি জ্বলন্ত সিগারেট ফেলে তবে তার ৫ ডিমেরিট পয়েন্ট কাটা যাবে। এ ধরণের অপরাধের জন্য এই প্রথম ডিমেরিট পয়েন্টের জরিমানার বিধান করা হচ্ছে।

Tossing Lit cigarette

Source: NSW Government

 

যদি কেউ গাড়ী থেকে যদি জ্বলন্ত সিগারেট ছুঁড়ে ফেলার এই কাজটি 'টোটাল ফায়ার ব্যান' বা ঘরের বাইরে সম্পূর্ণ আগুন ব্যবহারের নিষেধাজ্ঞার সময় করে তবে তার জরিমানা হবে দ্বিগুন বা ১০ ডিমেরিট পয়েন্ট এবং সেই সাথে  ১১,০০০ ডলার আর্থিক জরিমানা। 

এছাড়াও অন্যান্য সময়ে কোন যাত্রী যদি রাস্তায় বা আশেপাশে জ্বলন্ত সিগারেট ফেলে তবে তার জন্য জরিমানার বিধান আছে - সেক্ষেত্রে তাকে গুনতে হবে ৬৬০ ডলার যা 'টোটাল ফায়ার ব্যান' -এর সময় হবে দ্বিগুন। 

নিউ সাউথ ওয়েলসের গভর্নমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়। 

নিউ সাউথ ওয়েলসে ২০১৯ সালে প্রায় ২০০ জন ব্যক্তি গাড়ির বাইরে জ্বলন্ত সিগারেট ফেলার জন্য ধৃত হয়েছিলেন। 

নিউ সাউথ ওয়েলস রুরাল ফায়ার সার্ভিস এসোসিয়েশন প্রেসিডেন্ট ব্রায়ান ম্যাকডোনাও এসব অগ্নি সংযোগকারীদের ধরতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। 

মিঃ ম্যাকডোনাও বলেন, "এ ধরণের দায়িত্বহীন আচরণ ফায়ার ফাইটিং স্বেচ্ছাসেবীদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে দেয়।"

"আমার প্রত্যাশা এই আইনের ফলে পরবর্তীকালে জ্বলন্ত সিগারেট ফেলার সময় মানুষ সতর্কতার সাথে তাদের কর্মফল নিয়ে ভাববে।" 

কেউ গাড়ির জানালা দিয়ে জ্বলন্ত সিগারেট ফেললে রিপোর্ট করতে নিউ সাউথ ওয়েলসের  রুরাল ফায়ার সার্ভিস হটলাইন 1800 679 737 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 

 আরো পড়ুন: 



Share
Published 16 January 2020 4:20pm
Presented by Shahan Alam
Source: NSW Government

Share this with family and friends