গত ২৩ মার্চ সিডনি অলিম্পিক পার্কের এএনজেড স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার আয়োজনে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা ১৪২৬। এতে প্রচুর দর্শক উপস্থিতি দৃশ্যমান হলেও অনেকের মতে গত কয়েক বছরের তুলনায় এবারের দর্শক উপস্থিতির হার কম ছিল। বৃষ্টি এবং নিউ সাউথ ওয়েলস রাজ্যের নির্বাচন-এর কারণেই হয়তো লোক সমাগম আশানুরূপ হয় নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।উল্লেখ্য যে, স্টেট ও ফেডারাল পর্যায়ের কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিত ছিলেন না।
Source: SBS
উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন এসবিএস রেডিওর এএলসি-এর ডিরেক্টর ম্যান্ডি উইকস। আরও ছিলেন দু’জন বাঙালি কাউন্সিলর সুমন সাহা ও মোহাম্মদ জামান টিটু। এ ছাড়াও, সিডনি অলিম্পিক পার্ক অথরিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাবলিক ইভেন্টস ম্যানেজার ক্রেইগ জেলিভান।
বিশেষ অতিথি ছিলেন, অস্ট্রেলিয়ায় নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হাই কমিশনার হিজ এক্সেলেন্সি সুফিউর রহমান।মেলায় বাংলাদেশ থেকে আসেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আঁখি আলমগির এবং কলকাতা থেকে আসেন এ সময়ের দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী আকাশ সেন। এ ছাড়াও পথ প্রডাকশন-এর প্রযোজনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিতা আবৃত্তিতে ছিলেন স্থানীয় আবৃত্তিকারকরা। মেলায় শাড়ি, কাপড় গহনা এবং খাবারের দোকানসহ প্রচুর স্টল ছিল।
Source: SBS
এসবিএস রেডিও মেলা প্রাঙ্গন থেকে সরাসরি বাংলা অনুষ্ঠান প্রচার করে। এছাড়াও, মেলায় এসবিএস-এর ফটোবুথে প্রচুর দর্শক দিনভর ছবি তোলেন।প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
Source: SBS
Source: SBS