১৬ ফেব্রুয়ারি ব্যাংকসটাউনে উদযাপিত হচ্ছে “ভালবাসার বাংলাদেশ” মেলা

Noman Shamim Omar Ahmad

Source: SBS Bangla

১৬ ফেব্রুয়ারি শনিবার সিডনির ব্যাংকসটাউনের পল কিটিং পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভালবাসার বাংলাদেশ” মেলা। ভালবাসা দিবস উপলক্ষে এই মেলার উদ্যোগ নিয়েছে আয়োজকরা। এই মেলায় বাংলাদেশী কৃষ্টি ও সংস্কৃতিকে ভীনদেশীদের কাছে পরিচয় করিয়ে দিতে করা হচ্ছে বর্ণিল আয়োজন। মেলার অন্যতম আয়োজক নোমান শামীম এবং টাইটেল স্পন্সর, ওয়েস্টিন হোমসের ওমর আহমদ কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


“ভালবাসার বাংলাদেশ” মেলার আয়োজক নোমান শামীম এবং টাইটেল স্পন্সর, ওয়েস্টিন হোমসের ওমর আহমদের সাক্ষাৎকার বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .
































Share