“ভালবাসার বাংলাদেশ” মেলার আয়োজক নোমান শামীম এবং টাইটেল স্পন্সর, ওয়েস্টিন হোমসের ওমর আহমদের সাক্ষাৎকার বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
১৬ ফেব্রুয়ারি ব্যাংকসটাউনে উদযাপিত হচ্ছে “ভালবাসার বাংলাদেশ” মেলা
Source: SBS Bangla
১৬ ফেব্রুয়ারি শনিবার সিডনির ব্যাংকসটাউনের পল কিটিং পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ভালবাসার বাংলাদেশ” মেলা। ভালবাসা দিবস উপলক্ষে এই মেলার উদ্যোগ নিয়েছে আয়োজকরা। এই মেলায় বাংলাদেশী কৃষ্টি ও সংস্কৃতিকে ভীনদেশীদের কাছে পরিচয় করিয়ে দিতে করা হচ্ছে বর্ণিল আয়োজন। মেলার অন্যতম আয়োজক নোমান শামীম এবং টাইটেল স্পন্সর, ওয়েস্টিন হোমসের ওমর আহমদ কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।
Share