থিংস আই কুড নেভার টেল মাই মাদার: অস্তিত্বের সংকট থেকে নিজের গল্পই যখন চলচ্চিত্র

Humaira Bilkis.jpg

Things I Could Never Tell My Mother, a film by Bangladeshi filmmaker Humaira Bilkis, was recently screened at the UTS Department of Media and Communication. Credit: Humaira Bilkis

বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস নির্মিত থিংস আই কুড নেভার টেল মাই মাদার চলচ্চিত্রটি সম্প্রতি ইউনিভার্সিটি টেকনোলজি সিডনির উদ্যোগে প্রদর্শিত হয়েছে। নন-ফিকশন এই ছবির আটপৌরে ব্যক্তিগত গল্পের ব্যতিক্রমী নির্মাণ নিয়ে আলোচনা করেছেন নির্মাতা হুমায়রা বিলকিস এবং চলচ্চিত্র নির্মাতা-শিক্ষক ইমরান ফিরদাউস।


নির্মাতা হুমায়রা তার পর্যবেক্ষণমূলক দৃষ্টিভঙ্গিতে মানবসম্পর্ক অন্বেষণ করেন।

তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন এবং নিউ দিল্লির শ্রী আরবিন্দ সেন্টার ফর আর্টস অ্যান্ড কমুনিকেশন থেকে ক্রিয়েটিভ ডকুমেন্টারি প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

এর আগে হুমায়রা আই এম ইয়েট টু সি দিল্লি, বাগানিয়া এবং ডিয়ার মম নামে আরো তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

থিংস আই কুড নেভার টেল মাই মাদার ছবিটি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নির্মাতা হুমায়রা বিলকিস এবং চলচ্চিত্র নির্মাতা-গবেষক এবং বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মিডিয়া এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট প্রফেসর ড. ইমরান ফিরদাউস।
Imran Firdaus.jpeg
Dr Imran Firdaus is an Assistant Professor of Media and Communication Department, Independent University, Bangladesh. Credit: Imran Firdaus
এখানে প্রকাশিত হলো সাক্ষাৎকারটির প্রথম পর্ব, শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বটি শুনতে 
সাক্ষাৎকারের তৃতীয় (শেষ) পর্বটি শুনতে 
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং 
 ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 

Share