দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ার প্রভাব: একজন বাংলাদেশি শিক্ষার্থীর অভিজ্ঞতা

CURRENCY STOCK

A five (5) Australian Dollar (A$) note (Stock Image). Source: AAP / LUKAS COCH/AAPIMAGE

অস্ট্রেলিয়ায় বসবাসের খরচ বেড়ে যাওয়ায় স্থানীয় জনগণের উপর চাপ পড়ছে এটা সবাই অবগত। কিন্তু অস্ট্রেলিয়ার অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা আন্তর্জাতিক শিক্ষার্থীরা কী অবস্থায় আছে সে বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে।


অনেক শিক্ষার্থীদের মত বাংলাদেশ থেকে আসা অনেক শিক্ষার্থী এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে কীভাবে মানিয়ে নিচ্ছেন সে বিষয়ে আমরা কথা বলেছি সিডনিতে বসবাসরত শিক্ষার্থী তানজিহা তামান্না লুনার সাথে।

সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share