লেবারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শরণার্থীদের অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসনের দাবী

CANBERRA REFUGEES RALLY

Attendants hold signs during a rally for refugee rights outside Parliament House in Canberra, Tuesday, September 6, 2022. (AAP Image/Lukas Coch) Source: SBS / LUKAS COCH/AAPIMAGE

অস্ট্রেলিয়ায় টেম্পোরারি প্রটেকশন ভিসায় শরণার্থীদের স্থায়ী অভিবাসনের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল লেবার দলের, তার প্রেক্ষিতে সম্প্রতি শত শত আশ্রয়প্রার্থী ক্যানবেরায় জড়ো হয়েছিল, তারা সেখানে সরকারকে তাদের প্রতিশ্রুতি রক্ষার দাবী জানিয়েছে।


গুরুত্বপূর্ণ দিকগুলো
  • লেবার অস্ট্রেলিয়ায় টেম্পোরারি প্রটেকশন ভিসায় ১৯,০০০ স্বীকৃত শরণার্থীদের জন্য আটকে থাকা অভিবাসনের আবেদনগুলো নিস্পত্তির প্রতিশ্রুতি দিয়েছিলো
  • এক বিবৃতিতে মন্ত্রী অ্যান্ড্রু জাইলস বলেছেন: "আমরা এই প্রতিশ্রুতি রক্ষা করব এবং যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করব"
  • সরকার ঘোষণা করেছে যে দক্ষ কর্মীর ঘাটতিকে কমাতে স্থায়ী ভিসার সংখ্যা বাড়িয়ে ১৯৫,০০০ করবে
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমবারের মত ৪৩ শতাংশ কার্বন নির্গমন হ্রাসের লক্ষ্য আইনগত ভাবে অর্জন করতে একটি বিলে স্বতন্ত্র সিনেটর ডেভিড পককের সমর্থন পাচ্ছে সরকার।

তবে এর বাইরে নতুন সরকারকে আরো একটি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে, আর তা হচ্ছে শরণার্থীদের স্থায়ী অভিবাসন।

নির্বাচনী প্রচারণার সময় লেবার অস্ট্রেলিয়ায় টেম্পোরারি প্রটেকশন ভিসায় ১৯,০০০ স্বীকৃত শরণার্থীদের জন্য আটকে থাকা অভিবাসনের আবেদনগুলো নিস্পত্তির প্রতিশ্রুতি দিয়েছিলো।

নতুন সরকার তিন মাসেরও বেশি সময় পার করেছে, শরণার্থীরা এখন সেই প্রক্রিয়া শুরু করার প্রত্যাশা করছে।

বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন এসবিএস নিউজের সাথে কথা বলেছেন।

একজন বলছেন, আমি ১২ বছর বয়স থেকে এখানে আছি, আমি হাই স্কুলে পড়েছি, কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিনি।
গ্রিনস সিনেটর নিক ম্যাককিম বলেছেন যে এটি অবশ্যই জরুরি বিষয় হিসাবে গণ্য করতে হবে।

তিনি বলছেন, "আমাদের বাধ্যবাধকতা হল এখানে যারা প্রটেকশন ভিসায় আছে তাদের প্রত্যেককে স্থায়ীভাবে সুরক্ষা দেয়া, এবং এর মানে হলো তাদেরকে স্থায়ী ভিসা এবং নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দেয়া।"

তবে এই স্থায়ী ভিসার টাইমলাইন এখনও অজানা।

টুইটারে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী অ্যান্ড্রু জাইলস বলেছেন: "আমরা এই প্রতিশ্রুতি রক্ষা করব এবং যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করব।"

ইন্ডিপেন্ডেন্ট এমপি অ্যান্ড্রু উইলকি বলেছেন যে সরকার এবং তার পূর্বসূরিদের অনেক কিছুর উত্তর দিতে হবে।

তিনি বলেন, "এই দেশে সব ধরণের দক্ষ পেশাজীবীদের প্রয়োজন আছে।"
এই প্রটেকশন ভিসায় থাকা অনেকেই অত্যন্ত দক্ষ এবং যোগ্য কর্মী, বর্তমানে তাদের ভিসার স্ট্যাটাসের কারণে দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না।

এ বিষয়ে এক বক্তব্যে লেবার সিনেটর ফাতিমা পেম্যান একজন শরণার্থী হিসাবে তার বাবার নিজের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন যে তিনি নৌকায় করে এসেছিলেন।

তিনি বলেন, "চার বছর ধরে আমার বাবা রান্নাঘরের সহকারী, একজন নিরাপত্তা প্রহরী এবং একজন ট্যাক্সি চালক হিসেবে চব্বিশ ঘন্টা কাজ করেছেন, একইসাথে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিখেছেন এবং আমার মা, ভাইবোনদের স্পনসর করতে অর্থ সঞ্চয় করেছেন।"

পার্লামেন্টে প্রথম বক্তৃতায় তিনি অভিবাসনের সুবিধার কথা বর্ণনা করেন।

তিনি বলেন,"অনেক অভিবাসী আমাদের এই মহান দেশে এসেছেন ভাল থাকার আশায়। তারা তাদের প্রতিভা এবং কর্ম দক্ষতা দিয়ে একটি ভাল ভবিষ্যতের আশায় পরিবার নিয়ে এখানে আসে। তাদের উপস্থিতি আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে।"

গত সপ্তাহে, সরকার ঘোষণা করেছে যে দক্ষ কর্মীর ঘাটতিকে কমাতে স্থায়ী ভিসার সংখ্যা বাড়িয়ে ১৯৫,০০০ করবে।

তবে সরকার অস্থায়ী ভিসা নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতি নিরসনে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের দ্বারপ্রান্তে রয়েছে।

ইন্ডিপেন্ডেন্ট সিনেটর ডেভিড পকক সংশোধনীসহ লেবারের এই বিলটিতে সমর্থন দিয়েছেন।

সরকার কিছু সংশোধনীতে সম্মত হয়েছে, যা লক্ষ্যমাত্রার স্বচ্ছতা বাড়াবে।

এর অর্থ হল একবার ভোটটি সিনেটে পাস হয়ে গেলে এটি চূড়ান্ত ভোটের জন্য সংশোধনী সহ প্রতিনিধি পরিষদে ফিরে যাবে - যা সরকারী সংখ্যাগরিষ্ঠতার সাথে পাস হবে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও লিংকে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share