অস্ট্রেলিয়ায় দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী নাবিলা আফ্রিদা স্রোতোস্বিনীর জন্ম বাংলাদেশে। শৈশবেই তিনি বাবা-মায়ের সঙ্গে সিডনিতে চলে এসেছেন। এসবিএস বাংলার সঙ্গে নাবিলা ও তার মা নুসরাত জাহান স্মৃতি কথা বলেছেন মূলত দু’টি বিষয়ে: সন্তান কার সঙ্গে মেলামেশা করবে সেটা কি বাবা-মা নির্ধারণ করতে পারেন? আর, সন্তানের বিয়ের সিদ্ধান্তের ক্ষেত্রেই বা বাবা-মা কতোটুকু ভূমিকা ও প্রভাব রাখতে পারেন?
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
নাবিলা আফ্রিদা স্রোতোস্বিনী বলেন,
“আমার যেটা মনে হয়, অবশ্যই বাবা-মায়েরা ইনফ্লুয়েন্স করতে পারে। কারণ, আমাদের জীবনে প্রথম থেকেই বাবা-মায়েরা সবচেয়ে বড় ইনফ্লুয়েন্স আমাদের, সবচেয়ে বড় সাপোর্ট।”
“কিন্তু, আমার যেটা মনে হয় পার্সোনালি যে, আসলে এটা করাটা উচিত না, ও রকম করে। বাবা-মা আপনাকে গাইড করতে পারবে, তাদের কারও বিষয়ে সন্দেহ হয় কারও প্রতি, তো আপনাদের শেয়ার করতে হবে। কিন্তু, ঠিক ও রকম সরাসরি বলা যে, তুমি এদের সাথে মিশতে পারবে না, বা ছেলেদের বা মেয়েদের সাথে মেশা যাবে না, বা এই কালচারের কারও সাথে মেশা যাবে না; আমার মনে হয়, এই জিনিসটা খুবই ভুল। কারণ, কোনো কালচারই বা কোনো জেন্ডারই ভাল বা খারাপ হয় না। এটা মানুষ হয়।”
সন্তানের বিয়ের ক্ষেত্রে বাবা-মা অবশ্যই ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন নাবিলা।
বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক কী রকম হওয়া উচিত? এ প্রসঙ্গে তিনি বলেন,
“আমার মনে হয়, প্রথমেই ফ্রেন্ডলি হওয়া উচিত। কিন্তু, আবার সবসময় এ রকম হয় যে, বেশি ফ্রেন্ডলি হয়ে গেলে আবার একেক সময় ছোট বাচ্চারা আবার প্যারেন্টসকে সিরিয়াসলি নাও নিতে পারে।”
বাবা-মায়ের সঙ্গে সন্তানের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আস্থা অর্জন করার বিষয়টির প্রতি জোর দেন নাবিলা।
“বাচ্চা যেন আপনাকে ট্রাস্ট করতে পারে এবং আপনিও যেন বাচ্চাকে ট্রাস্ট করতে পারেন।”নাবিলা আফ্রিদা স্রোতোস্বিনীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
সন্তানের বিয়ের ক্ষেত্রে বাবা-মা অবশ্যই ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন নাবিলা। Source: Nabila Afrida
অস্ট্রেলিয়ায় সন্তান প্রতিপালন নিয়ে আমরা আপনার আশা-আকাঙ্ক্ষা, উদ্বেগ এবং অভিজ্ঞতার কথা শুনতে চাই। আমাদেরকে ইমেইল করুন [email protected] ঠিকানায় কিংবা যোগাযোগ করুন এসবিএস বাংলার ফেসবুক পেজে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: