প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
সিডনিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো একুশে একাডেমি অস্ট্রেলিয়া
International Mother Language Day Monument at Ashfield park , Sydney. Source: SBS Bangla
একুশে একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির অ্যাশফিল্ড পার্কে গত ২৩ ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে সেখানে আয়োজন করা হয় একুশের বইমেলার। প্রবাসী বাংলাভাষীদের কয়েকজন কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।
Share