২২ ফেব্রয়ারী ২০২০ শনিবার মেলবোর্নে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের একটি আনন্দঘন পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানটি মাউন্ট ওয়েভারলি ইউথ সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্হিত সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান ও আইসিএমএবির অত্যন্ত জনপ্রিয় শিক্ষক প্রফেসর আনিসুর রহমান।পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্যোক্তাদের পক্ষ থেকে ফাইজুল ইসলাম এসবিএস বাংলাকে জানান, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। তারা অনেকেই এই পেশায় সাফল্যের সাথে অবদান রেখে চলেছেন। প্রবাসের কর্মব্যস্ততার মধ্যেও অনেকেই নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং ভাব বিনিময়ের উদ্দেশ্যে এমন একটি অনুষ্ঠানে সবাই মিলিত হয়েছিলেন।"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান ও আইসিএমএবির অত্যন্ত জনপ্রিয় শিক্ষক প্রফেসর আনিসুর রহমান Source: Supplied
অনুষ্ঠানে স্মূতিচারন ও একাউন্টিং সংশ্লিষ্ট পেশাগুলোর চ্যালেন্জসমুহ নিয়ে বক্তব্য রাখেন মেলবোর্নের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, একাউন্টিং পাবলিক প্রাকটিস এবং অনান্য পেশায় নিয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীরা।লা ট্রব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জহিরুল হক তার বক্তব্যে একাউন্টিং টেকনিক্যাল স্কিলের সাথে সাথে সফ্ট স্কিল ডেভলপমেন্টের উপর জোর দেন।
অনুষ্ঠানটির অন্যতম উদ্যোক্তা ডক্টর সাজ্জাদ খান Source: Supplied
এছাড়াও অনান্য বক্তব্যে বাংলাদেশী পেশাজীবীদের মধ্যে নেটওয়ার্ক বৃদ্ধি সহ নানান দিকনির্দেশনা তুলে ধরা হয়। হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে একাউন্টিং পেশার বাইরেও বিভিন্ন সাংস্কৃতিক ও বাংলাদেশী কমিউনিটি সংঘের সাথে যুক্ত থেকে কাজ করার কথা জানা যায়।
অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ডক্টর সাজ্জাদ খান ও প্রফেসর আনিসুর রহমান এবং অনুষ্ঠানটির আয়োজনে বিশেষভাবে নিয়োজিত থাকায় মেলবোর্নের বিশিষ্ট সংগীত শিল্পী ডাকসু চ্যাম্পিওন ওস্তাদ আমিনুল হক এবং ওয়েসিস একাউন্টিং ফার্মের প্রিন্সিপাল একাউন্টেন্ট ফাইজুল ইসলাম সহ উপস্হিত সবাইকে অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।এধরনের পুনর্মিলনী এখন থেকে নিয়মিত ভাবে এবং বৃহৎ পরিসরে আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন উপস্হিত সকলে।
অনুষ্ঠানে উপস্থিতদের একাংশ Source: Supplied
একাউন্টিং বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে আরো উপস্হিত ছিলেন প্রফেসর কামরান আহমেদ, প্রফেসর শেখ ফজলুর রহমান, ব্রজেন হাওলাদার, নজরুল ইসলাম, মাজহার চৌধুরী সিপিএ, পদ্মজা সরকার, ডক্টর তারেক রানা, আফসানা সিদ্দিকী লিমা, ডক্টর আরিফুর রহমান খান, মোরশেদ চৌধুরি সিপিএ, সাদী রহমান সিপিএ, রুমানা খান, তহুরা জাকিয়া সুলতানা, মিরাজ, নিবেদিতা, পলাশ মজুমদার, ফারজানা আহমেদ কেয়া, মোহাম্মদ হোসেন জাকির, আব্দুর রব দেওয়ান, বদরুদ্দোজা খান, মারুফ রহমান সিপিএ, অনিন্দিতা দত্ত প্রমুখ।
আরো পড়ুন: