“রাহুল গান্ধীর পারিবারিক পরিচয় সুবিধার চেয়ে অসুবিধাই বেশি করছে”: অয়ন ঘোষাল

Rajiv Gandhi Birth Anniversary

L-R: Former Congress president Sonia Gandhi with her daughter and Congress General Secretary, Priyanka Gandhi and son, Congress President Rahul Gandhi. Source: Pankaj Nangia/India Today Group/Getty Images

ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। এই নির্বাচন নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন পার্থের অয়ন ঘোষাল।


পার্থে বসবাসরত বাংলাভাষী অয়ন ঘোষাল ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে বলেন, নেতা হিসেবে নরেন্দ্র মোদি অনেক জনপ্রিয়।

কংগ্রেসের ব্যর্থতার কারণ সম্পর্কে তিনি বলেন,

“কংগ্রেস ও তার জোট ভোটারদের কাছে পৌঁছুতে পারে নি।”

রাহুল গান্ধীর পদত্যাগের ইঙ্গিত সম্পর্কে তিনি বলেন, নির্বাচনে দলের এ রকম একটা বিপর্যয়ের পর একটা দলে নতুন চিন্তাভাবনা আসাটা প্রয়োজন।

রাহুল গান্ধীর পারিবারিক পরিচয় তার জন্য সুবিধার চেয়ে অসুবিধাই বেশি করছে বলে মনে করেন অয়ন ঘোষাল।
Ayan Ghosal
Ayan Ghosal. Source: Supplied
অয়ন ঘোষালের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .




Share