ভারতে আবারও সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদি

Narendra Modi, India’s ‘Watchman,’ Heads for Historic Election Victory

Narendra Modi, India’s ‘Watchman,’ Heads for Historic Election Victory. Source: The New York Times

প্রায় দেড় মাস ধরে চলা ভারতের সংসদীয় নির্বাচনে আবারও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদি এবং তার দল বিজেপি।


ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেয়েছে ৩৫০টি আসন। লোকসভায় বিরোধীদলের মর্যাদা হারানো কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী কেরালার ওয়েনাড আসনে জিতলেও হেরেছেন পারিবারিক আসন আমেথিতে।

আর, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .




Share