ভারতের ১৭তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেলবোর্নে বসবাসরত প্রবাসী ভারতীয় সিদ্ধার্থ ব্যানার্জি এই নির্বাচন সম্পর্কে বলেন,
“এই নির্বাচনে নতুনত্ব আছে।”
এর আগে একই দিনে সর্বত্র নির্বাচন অনুষ্ঠিত হতো। এবারের নির্বাচনে গত ১১ এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ১৯ মে পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। চার থেকে পাঁচ দফায় ভোট গ্রহণ করা হচ্ছে, বলেন সিদ্ধার্থ।
“২৩ মে আসল ভোট গণনা হবে।”সিদ্ধার্থ বলেন,
Sidhdhartha Banerjee Source: Supplied
“ভারতবর্ষের মানুষ রাজনৈতিকভাবে সচেতন।” এ জন্য তারা তাদের ভোটাধিকার সম্পর্কে জানে, বলেন তিনি।
সিদ্ধার্থ ব্যানার্জির সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।