বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের জাতীয় নির্বাচন শেষ হলো। গত রবিবার নির্বাচনের সপ্তম ধাপ অনুষ্ঠিত হয়। ভোটদান শেষে বুথ ফেরত জরিপ বলছে, আবারও জয়ী হতে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি- বিজেপি। সংসদে এবার তিনি আরও বড় সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন।
ভোটাররা ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সাথে সাথে তাদের মতামত নিয়ে এসব বুথ ফেরত জরিপ করা হয়ে থাকে। এ রকম জরিপগুলোতে বলা হচ্ছে, নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সংসদের নিম্ন কক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে প্রায় ৩৬৫টি আসনে বিজয়ী হতে যাচ্ছে।
সরকার গঠনের জন্য ২৭২টি আসনে জয়ী হলেই চলবে। ২০১৪ সালের নির্বাচনে মোদীর নেতৃত্বাধীন জোট ৩৩৬টি আসনে বিজয়ী হয়।
গত ১১ এপ্রিল থেকে শুরু হয় ভারতের লোকসভা নির্বাচন। দেশটির ৯০০ মিলিয়ন ভোটারের মধ্যে এবার প্রায় ৬০০ মিলিয়নেরও বেশি ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনের ফলাফল জানা যাবে আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার।
সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার উমেশ সিনহা বলেন, বিগত বছরগুলোর তুলনায় এ বছর বেশি ভোট পড়েছে।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।