“মুদ্রাস্ফীতি কিন্তু সমাজের সব স্তরের মানুষকে একইভাবে প্রভাবিত করে না”

AUSTRALIAN CURRENCY STOCK

Australian dollar coins and banknotes in Melbourne, Thursday, April 4, 2024. (AAP Image/Joel Carrett) NO ARCHIVING Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE

ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড সম্প্রতি ভবিষ্যদ্বাণী করেছে, অস্ট্রেলিয়ার মুদ্রাস্ফীতি আগামী বছরের শেষ নাগাদ ২.৮ শতাংশ থেকে ৩.৬ শতাংশে উন্নীত হবে। এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলছেন গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম।


বলা হচ্ছে, জীবনযাত্রার সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ পারফরমেন্সকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া।

আই-এম-এফ এর পূর্বাভাস অনুসারে, বেশিরভাগ দেশে মুদ্রাস্ফীতি কমলেও, অস্ট্রেলিয়ার মুদ্রাস্ফীতির উচ্চ হার বজায় থাকবে।

গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম বলেন, “মুদ্রাস্ফীতি কিন্তু সমাজের সব স্তরের মানুষকে একইভাবে প্রভাবিত করে না।”

ড. রেজা মোনেমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share