সম্প্রতি প্রডাক্টিভিটি কমিশনের একটি রিপোর্টে দেখা গেছে, খরচ দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে বহু রোগী ডাক্তারদের সঙ্গে তাদের অ্যাপয়েন্টমেন্ট রক্ষা করতে দেরি করছে কিংবা যাচ্ছেই না। এই হার ৩.৫ শতাংশ থেকে বেড়ে ৭ শতাংশে পৌঁছেছে।
তবে, হেলথ মিনিস্টার মার্ক বাটলার মেডিকেয়ারের পক্ষাবলম্বন করে বলেছেন, বাল্ক-বিলিং বৃদ্ধি পেয়েছে এবং রোগীরা বহুল সংখ্যায় বিনা খরচে জিপি পরিষেবা গ্রহণ করছেন। তিনি বলেন,
"In the last two months since that money started to hit general practices, we've also seen an increase in bulk-billing. In November and December alone, just two months, there were 360,000 additional free visits to the doctor."
মেডিকেয়ার হলো অস্ট্রেলিয়ার সর্বজনীন হেলথ ইনস্যুরেন্স স্কিম। এর মাধ্যমে অস্ট্রেলিয়ানরা এবং কোনো কোনো ভিজিটর স্বল্প খরচে কিংবা বিনা খরচে একটা পর্যায় পর্যন্ত নানা রকম স্বাস্থ্য এবং হাসপাতাল পরিষেবা পেয়ে থাকেন।
জিপি ডাক্তার চৌধুরী সাইফুল আলম বেগের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
READ MORE
এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS