সিডনির কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের বাংলাদেশী কাউন্সিলর সুমন সাহা সবার প্রতি টিকাগ্রহণের আহ্বান জানান।
কোভিড-১৯ এর বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন,
“কাম্বারল্যান্ড কাউন্সিলকে নিউ সাউথ ওয়েলস সরকার ইতোমধ্যে এরিয়া অফ কনসার্ন লিস্টে সংযুক্ত করেছে।”
তিনি বলেন, “নিউ সাউথ ওয়েলস সরকারের হেলথ অর্ডার মেনে চলার চেষ্টা করছেন সবাই।”
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
তবে, মানুষ কী করতে পারবেন, কী করতে পারবেন না, এই বার্তা তাদের কাছে সঠিকভাবে পৌঁছানোর দরকার রয়েছে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, “এই নিয়ম-কানুনগুলো কিন্তু খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে।” সেজন্য তিনি সবাইকে নিউ সাউথ ওয়েলস সরকারের কোভিড-১৯ বিষয়ক ওয়েবপেজটি দেখার পরামর্শ দেন।
টিকাগ্রহণের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন,
“আপনারা ভ্যাকসিনেশনের ওপর গুরুত্ব দিন। আপনারা ভ্যাকসিনেশনটা নিয়ে নিন। কেননা, ভ্যাকসিনেশনটা নিলেই আমরা দ্রুত এই কোভিড লকডাউন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবো।”
অ্যাস্ট্রা জেনিকা ভ্যাকসিন কি নিরাপদ? এ সম্পর্কে কাউন্সিলর সুমন সাহা বলেন,
“আমার দেশে আমার মা-বাবা অ্যাস্ট্রা জেনিকা ভ্যাকসিন নিয়েছেন। তারা সুস্থ আছেন। আমার সব আত্মীয়-স্বজন অ্যাস্ট্রা জেনিকা ভ্যাকসিন নিয়েছেন। তারাও সুস্থ আছেন। তাদের কারও কোভিড হয় নি।”
সবাইকে টিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন,
“আপনাদের ব্যক্তিগত জিপির সঙ্গে পরামর্শ করে আপনারা দ্রুত আপনাদের এই কোভিড-১৯ ভ্যাকসিনেশনটা নিয়ে নিন।”কাউন্সিলর সুমন সাহার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Source: NSW Government