কোভিড-১৯: “আপনার জীবন আপনার পরিবারের কাছে অনেক গুরুত্বপূর্ণ”

NSW has recorded 233 cases of community transmission in the last 24 hours.

NSW has recorded 233 cases of community transmission in the last 24 hours. Source: AAP Image/Mick Tsikas

লকডাউন পরিস্থিতি নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনির ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের বাংলাভাষী কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা।


সিডনির বাংলাভাষী অধ্যুষিত এলাকা ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের বাংলাদেশী কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদা বিদ্যমান লকডাউন পরিস্থিতিতে সবাইকে বিধি-নিষেধগুলো অনুসরণ করার আহ্বান জানান।

বাড়িতে অবস্থান করার বিষয়টিকে তিনি ‘হাউজ অ্যারেস্ট’ এর সঙ্গে তুলনা করে বলেন,

“বাসায় থাকাটা হাউজ অ্যারেস্ট হওয়ার মতো একটি বিষয়।”
লাকেম্বা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোয় কোভিড-সংক্রমণ নিয়ে তিনি বলেন,

“নিত্য-প্রয়োজনীয় দোকানগুলো অ্যাফেক্টেড হলে, যারা ভাল আছে, তারা তো ভাল থাকতে পারবে না।”

বিশেষত, বাংলাদেশী জনগোষ্ঠীর প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, “আপনার জীবন আপনার পরিবারের কাছে অনেক গুরুত্বপূর্ণ।”

সবাইকে নিরাপদ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,

“আপনারা সবাই নিউ সাউথ ওয়েলসের হেলথ ওয়েবসাইটটিতে ঢুকেন, ঢুকে টিকার জন্য নিজেদেরকে তৈরি করেন। যে-ই টিকাই অ্যাভেইলেবল আছে, নিয়ে নেন।”
Keep Safe Bangla
Source: NSW Government
কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হুদার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share