লকডাউনের সময়ে ফুডব্যাংকের চাহিদা বাড়ছে

Demand for emergency food relief has spiked during the Greater Sydney lockdown

Demand for emergency food relief has spiked during the Greater Sydney lockdown. Source: Foodbank

নিউ সাউথ ওয়েলসে লকডাউনের সময়টিতে যারা সংগ্রাম করছেন, তাদের জন্য হাজার হাজার প্যাকেট খাবার সরবরাহ করা হচ্ছে। একটি নেতৃস্থানীয় দাতব্য প্রতিষ্ঠান বলছে, সাম্প্রতিক কোভিড-১৯ প্রাদূর্ভাবের সময়টিতে এক্ষেত্রে ২০০ শতাংশেরও বেশি চাহিদা বেড়েছে।


অলাভজনক সংস্থা ফুডব্যাংক বলছে, লকডাউনের এই সময়টিতে সংগ্রামরত মানুষদের কাছে তারা ১০ হাজারেরও বেশি বাক্স খাবার সহায়তা পাঠিয়েছে। এই সময়টিতে এই সহায়তা লাভের চাহিদা ২১০ শতাংশ বেড়েছে।

গ্রেটার সিডনি, ব্লু মাউন্টেন্স, সেন্ট্রাল কোস্ট এবং ওলোংগং এলাকায় গত ২৬ জুন লকডাউন জারি হওয়ার পর থেকেই তারা এই খাদ্য-সহায়তা প্রদান করে যাচ্ছে।
ফুডব্যাংক নিউ সাউথ ওয়েলসের সি-ই-ও জন রবার্টসন বলেন, প্রতিদিন ২,৫০০ থেকে ৩,৫০০ খাবারের বাক্স তৈরি করা হয়।

মিস্টার রবার্টসন বলেন, খাবারের এসব বাক্স পাঠানো হয় ক্যানবেরা এবং নিউ সাউথ ওয়েলসের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত স্থানীয় আদিবাসীদের কাছেও।

ন্যাশনাল ডেট হটলাইনের ফাইনান্সিয়াল কাউন্সেলর ক্লড ভন আর্ক্স বলেন, যারা এর আগে কখনও আর্থিক চাপের সম্মুখীন হন নি, তাদের কাছ থেকেও তিনি সহায়তার আবেদন পান।

লকডাউনের সময়টিতে যারা আর্থিক চাপের সম্মুখীন হয়েছেন, তাদের প্রতি মিস্টার আর্ক্স আহ্বান জানান, তারা যেন সহায়তা লাভের জন্য যোগাযোগ করেন।

ওয়েসাইড চ্যাপেলের সিইও জন ওয়েন বৃহত্তর সমাজের সবাইকে আহ্বান জানান, বিদ্যমান লকডাউনে যারা সংগ্রাম করছেন, তাদেরকে সহায়তা করার জন্য।

যারা অনুদান দিতে চান তারা foodbank.org.au তে অনুদান দিতে পারবেন।

মানসিক স্বাস্থ্য-সহায়তার জন্য বিয়ন্ড ব্লুতে কল করুন 1300 22 4636 নম্বরে।

ভাষা ও সংস্কৃতির দিক দিয়ে বৈচিত্রপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা করে থাকে Embrace Multicultural Mental Health. কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর সময়ে কোন কোন স্বাস্থ্যসেবা ও সহায়তা পাওয়া যাচ্ছে, সে সম্পর্কে আপনার ভাষায় জানার জন্য দেখুন sbs.com.au/coronavirus

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share