গুরুত্বপূর্ণ দিকগুলো
- এই মডেলিং অনুযায়ী ১৬ উর্দ্ধ অস্ট্রেলিয়ানদের মধ্যে ৭০ শতাংশ টিকা দেয়া যায় তবে লকডাউনের সময়সীমা কমিয়ে আনা সম্ভব
- লেবার পার্টি মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহ দিতে তিনশ ডলার প্রণোদনা দেয়ার প্রস্তাব করেছে
- টিকা নিতে মানুষকে আগ্রহী করতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যেসহ অনেক দেশেই প্রণোদনা দেয়া হচ্ছে
ন্যাশনাল ক্যাবিনেটের ভ্যাকসিনেশন প্ল্যানের বিস্তারিত মডেলিং সবার জন্য উন্মুক্ত করা হয়েছে, যেখানে চিহ্নিত করা হয়েছে যে তরুণ অস্ট্রেলিয়ানদের মাধ্যমেই "মূলত ভাইরাস ছড়াচ্ছে"।
এদিকে লেবার পার্টি মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহ দিতে তিনশ ডলার প্রণোদনা দেয়ার প্রস্তাব করেছে, তবে প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন অস্ট্রেলিয়ানরা উৎসাহ পাচ্ছে এটা ভেবে যে ভ্যাকসিন তাদের জীবন বাঁচাবে।
প্রধানমন্ত্রী স্কট মরিসন ফেডারেল সরকারের সর্বশেষ করোনাভাইরাস পরিকল্পনার মডেলিং প্রকাশ করেছে।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
তিনি বলেন, সারা বিশ্ব কোভিডের ডেল্টা স্ট্রেইন মোকাবেলায় প্রবল যুদ্ধে নেমেছে। এটি এখন ভাইরাসের বিরুদ্ধে বিরাট যুদ্ধে পরিণত হয়েছে।
ভাইরাসের সাম্প্রতিক এই ভ্যারিয়েন্ট অস্ট্রেলিয়ার আগের সব সাফল্যকে ম্লান করে দিয়েছে।
প্রাদুর্ভাবের ফলে সারা দেশের ১০ মিলিয়নেরও বেশি মানুষকে লকডাউনে পড়তে হয়েছে।
ডোহার্টি ইনস্টিটিউট নামক একটি সংগঠন সরকারের জন্য একটি বৈজ্ঞানিক মডেল তৈরির কাজটি করেছে।
চলতি এই গুরুতর প্রাদুর্ভাবের সময় সম্ভাব্য মৃত্যুসংখ্যা কেমন হতে পারে সে কঠিন কাজটি তারা করেছে।
এমনকি ৫০ ভাগ মানুষকেও যদি ভ্যাকসিন দেয়া হয়, তারপরেও এটি পূর্বাভাস দিয়েছে যে অন্তত ৯,০০০ মানুষের মৃত্যুর সম্ভাবনা থাকবে।
তবে তারা বলেছে যে ৮০ ভাগ মানুষকে ভ্যাকসিন দেয়া হলে মৃত্যুসংখ্যা হবে এক হাজারের ওপরে।
এই ইনস্টিটিউটের প্রফেসর জোডি ম্যাকভারনন বলেন, আগামী মাসগুলোতে ভ্যাকসিন সরবরাহ বাড়লেও তরুণদের ভ্যাকসিন দেয়া খুবই জরুরি, যদি লক্ষ্যমাত্রা অর্জন করতে হয়।
কিন্তু ভ্যাকসিনেশন হলো একটি মাত্র উপায়।
এই মডেলিং অনুযায়ী ১৬ উর্দ্ধ অস্ট্রেলিয়ানদের মধ্যে ৭০ শতাংশ টিকা দেয়া যায় তবে লকডাউনের সময়সীমা কমিয়ে আনা সম্ভব।
ট্রেজারীর হিসেবে লকডাউনের খরচও ভ্যাকসিনেশনের মাধ্যমে কমিয়ে আনা যাবে।
যদি সারা অস্ট্রেলিয়ার অর্ধেক মানুষকে টিকা দেয়া যায় তবে লকডাউনে খরচ হবে ৫৭০ মিলিয়ন ডলার। টিকা হার ৮০ শতাংশ হলে খরচ কমে ১৪০ মিলিয়ন ডলার হবে।
যদিও উভয় রাজনৈতিক পক্ষ একমত যে পুরো জাতিকে টিকার আওতায় আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তবে সেটি কিভাবে করতে হবে এই বিষয়ে দ্বিমত আছে।
লেবার পার্টির এন্থনি আলবানিজি একটি নতুন প্রস্তাব দিয়েছেন, এবং এটি সহজ: তা হলো টিকা গ্রহীতাকে নগদ অর্থ দেওয়া।
তিনি বলেন, ডিসেম্বর ১ তারিখের মধ্যে যারা পুরোপুরি টিকা নেবে তাদেরকে তিনশ ডলার নগদ দেয়া যেতে পারে।
তবে এজন্য করদাতাদের ৬ বিলিয়ন ডলার খরচ হবে।
কিন্তু লেবারের ট্রেজারী মুখপাত্র জিম চ্যালমার্স যুক্তি দেন যে এতে অর্থিনীতিও চাঙ্গা হয়ে উঠবে।
টিকা নিতে মানুষকে আগ্রহী করতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যেসহ অনেক দেশেই প্রণোদনা দেয়া হচ্ছে।
কিন্তু প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন এই প্রক্রিয়া হবে অস্ট্রেলিয়ানদের জন্য অপমানজনক, কারণ হাজার হাজার মানুষ ইতিমধ্যে টিকা নিয়েছে।
আরও দেখুন: