কমনওয়েলথ গেমসঃ নিজের শেষ ইভেন্টে কাল অংশ নিচ্ছেন না বাকী

2018 Gold Coast Commonwealth Games

Bangladeshi Shooter Abdullah Hel Baki Source: PATRICK HAMILTON/AFP/Getty Images

গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে, পুরুষদের ৫০মিটার রাইফেল ইভেন্টে অংশ নিচ্ছেন না বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকী। যদিও এই ইভেন্টে অংশ নিতেই গোল্ড কোস্ট আসেন তিনি। তবে, বাংলাদেশের হয়ে আগামীকাল অংশ নিচ্ছেন শুটার মোহাম্মদ চৌধুরী। গেমসের শেষ ইভেন্টে অংশ না নেয়ার কারণ, স্বর্ণ জিততে না পারার আক্ষেপসহ আরো নানা বিষয়ে এসবিএস বাংলার সাথে ফোনে কথা বলেছেন আব্দুল্লাহ হেল বাকী। (অডিওসহ)


গত ৮ এপ্রিল, ১০মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতে, গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন শুটার আবদুল্লাহ হেল বাকী। ফাইনালে ২৪৪.৭ স্কোর গড়েন তিনি, যা কিনা স্বর্ণ পদক জয়ীর চেয়ে ০.৩ পয়েন্ট কম।
2018 Gold Coast Commonwealth Games
Bangladesh's Abdullah Hel Baki (L) react with others after the 10m air rifle final competition on April 8, 2018. Source: AFP

Share