কোয়ালিফিকেশন পর্বে ষষ্ঠ হয়ে ফাইনালে উঠেন বাকী। আরেকটু হলেই অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বী ডেন স্যাম্পসনকে পেছনে ফেলে সেরার আসনে বসতে পারতেন তিনি। স্বর্ণ জয়ী স্যাম্পসনের স্কোর ২৪৫, যা কিনা বাকীর চেয়ে ০.৩ বেশি। ২২৪.১ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন ভারতের রবি কুমার।
এদিকে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে বাংলাদেশের কোনো প্রতিযোগী ফাইনালে উঠতে পারেননি। আরদিনা ফেরদৌস নবম ও আরমিন আশা ১৭তম অবস্থানে থেকে কোয়ালিফিকেশন শেষ করেন।
২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসেও ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জিতেছিলেন বাকী।