Feature

গোল্ড কোস্টে বাংলাদেশের প্রথম পদক

১০মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতে, গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন শুটার আবদুল্লাহ হেল বাকী। ফাইনালে অল্পের জন্য স্বর্ণ পদক জয় করা হল না তার। রোববার অস্ট্রেলিয়ার বেলমন্ট শুটিং সেন্টারে ২৪৪.৭ স্কোর গড়েন বাকী।

Shooting - Commonwealth Games Day 4

Silver medalist Abdullah Hel Baki of Bangladesh pose in during the Men's 10m Air Rifle Final during Shooting on day four of the Gold Coast 2018 Source: Getty Images AsiaPac

কোয়ালিফিকেশন পর্বে ষষ্ঠ হয়ে ফাইনালে উঠেন বাকী। আরেকটু হলেই অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বী ডেন স্যাম্পসনকে পেছনে ফেলে সেরার আসনে বসতে পারতেন তিনি। স্বর্ণ জয়ী স্যাম্পসনের স্কোর ২৪৫, যা কিনা বাকীর চেয়ে ০.৩ বেশি। ২২৪.১ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন ভারতের রবি কুমার।

এদিকে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে বাংলাদেশের কোনো প্রতিযোগী ফাইনালে উঠতে পারেননি। আরদিনা ফেরদৌস নবম ও আরমিন আশা ১৭তম অবস্থানে থেকে কোয়ালিফিকেশন শেষ করেন। 

২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসেও ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জিতেছিলেন বাকী।

Share
Published 8 April 2018 5:36pm
Updated 13 July 2018 1:29am
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends