গোল্ড কোস্টের অক্সেনফোর্ড স্টুডিও ভ্যানুতে বৃহস্পতিবার সন্ধ্যায় বক্সিং রিংয়ে থাকার কথা ছিল তাদের। পুরুষ ৬০ কেজি ওজন শ্রেণিতে রবিন মিয়া এবং ৬৪ কেজি ওজন শ্রেণিতে লড়তে প্রস্তুত ছিলেন আল আমিন। গোল্ড কোস্টে ভালো করার লক্ষে গত ছ’মাস ধরে নিজেদের প্রস্তুত করেছেন তারা।
গেমসের নিয়ম হলো, যে কোনও ডিসিপ্লিন শুরুর আগের দিন টেকনিক্যাল কমিটির সভা হয়ে থাকে। সেখানে সর্বশেষ এন্ট্রির বিষয়টি নিশ্চিত করতে হয়। কিন্তু বুধবার বাংলাদেশের কেউ সেই সভাতে ছিলেন না! যে কারণে আয়োজকরা বক্সিং ইভেন্টে বাংলাদেশের নামই রাখেনি। গেমসের অফিসিয়াল ওয়েবসাইটে অন্য দেশের বক্সারদের ইভেন্ট ও কার প্রতিদ্বন্দ্বী কে দেওয়া থাকলেও সেখানে নেই বাংলাদেশের নাম।গেমসে পুরো বাংলাদেশ দলের জেনারেল টিম ম্যানেজার আশিকুর রহমান মিকু বলেন, “বুধবার সকালে নির্ধারিত সময়ে বক্সারদের এন্ট্রি দিতে যাননি বক্সিং কোচ আব্দুল মান্নান। যার ফলেই প্রতিযোগিতা করতে পারছে না আমাদের বক্সাররা।”
Bangladesh's flagbearer Abdullah Hel Baki leads the delegation during the opening ceremony of the 2018 Gold Coast Commonwealth Games at the Carrara Stadium. Source: AFP
‘‘তাদের দেশে পাঠানোর ব্যাপারে আজ রাতে সিদ্ধান্ত নেয়া হবে। গেমস শেষে দেশে যাওয়ার পরই পুরো ঘটনার তদন্ত করা হবে”, বলেছেন মিকু।
সুখবর নেই সাঁতারেও। পুরুষ ৫০ মিটার বাটারফ্লাই হিটে বাদ পরেছেন সাঁতারু মাহামুদুন নবী।