Feature

মেলবোর্নে দিনব্যাপী উড়ল বাংলাদেশের পতাকা

স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে উড়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। সোমবার ভোরে ৮টি পতাকাদন্ডে বড় আকারের বাংলাদেশি পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিদের সাথে একাত্মতা প্রকাশ করে পতাকা উত্তোলন করে ফেডারেশন স্কয়ার কর্তৃপক্ষ।

National Flag of Bangladesh flying across the day in Melbourne

National Flag of Bangladesh flying across the day in Melbourne Source: SBS Bangla

সাপ্তাহিক কর্মদিবস হওয়ায়, দুপুরের পরই বেশির ভাগ বাংলাদেশি ছুটে আসেন মেলবোর্নের বুকে উড়তে থাকা লাল- সবুজ পতাকা দেখতে। কেউ কেউ দাঁড়িয়ে একা একাই গেয়ে উঠেন, “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।”
পথচলা মানুষের জিজ্ঞাসারও উত্তর দেন, প্রবাসী বাংলাদেশিরা। বিকেলে, দলগতভাবে এসে জাতীয় সঙ্গীত গেয়ে, আলোচনায় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিরা।
বাংলাদেশের পতাকা
মেলবোর্নে দিনব্যাপী উড়ল বাংলাদেশের পতাকা Source: SBS Bangla
২৬ মার্চ উপলক্ষে, ২০১৩ সাল থেকে প্রতিবছর ফেডারেশন স্কয়ারে উড়ছে বাংলাদেশের পতাকা। এই আয়োজনের উদ্যোক্তা এবং বাস্তবায়নে মূল ভূমিকা রাখছে, মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘স্পিরিট ৭১’।

সংগঠনের আহবায়ক তাজউদ্দীন বলেন, “আমাদের আছে গৌরবের ইতিহাস। এই উদ্যোগের মধ্য দিয়ে বিশ্বকে জানাতে চাই, আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বিজয়ের গল্প।’’
National Flag of Bangladesh (File image)
National Flag of Bangladesh flying across the day in Melbourne Source: SBS Bangla
গত বছর থেকে বিজয় দিবসেও মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে উড়ে বাংলাদেশের জাতীয় পতাকা।

Share
Published 26 March 2018 7:37pm
Updated 29 March 2018 3:19pm
By Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends