সাপ্তাহিক কর্মদিবস হওয়ায়, দুপুরের পরই বেশির ভাগ বাংলাদেশি ছুটে আসেন মেলবোর্নের বুকে উড়তে থাকা লাল- সবুজ পতাকা দেখতে। কেউ কেউ দাঁড়িয়ে একা একাই গেয়ে উঠেন, “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।”
পথচলা মানুষের জিজ্ঞাসারও উত্তর দেন, প্রবাসী বাংলাদেশিরা। বিকেলে, দলগতভাবে এসে জাতীয় সঙ্গীত গেয়ে, আলোচনায় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিরা।২৬ মার্চ উপলক্ষে, ২০১৩ সাল থেকে প্রতিবছর ফেডারেশন স্কয়ারে উড়ছে বাংলাদেশের পতাকা। এই আয়োজনের উদ্যোক্তা এবং বাস্তবায়নে মূল ভূমিকা রাখছে, মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘স্পিরিট ৭১’।
মেলবোর্নে দিনব্যাপী উড়ল বাংলাদেশের পতাকা Source: SBS Bangla
সংগঠনের আহবায়ক তাজউদ্দীন বলেন, “আমাদের আছে গৌরবের ইতিহাস। এই উদ্যোগের মধ্য দিয়ে বিশ্বকে জানাতে চাই, আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বিজয়ের গল্প।’’গত বছর থেকে বিজয় দিবসেও মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে উড়ে বাংলাদেশের জাতীয় পতাকা।
National Flag of Bangladesh flying across the day in Melbourne Source: SBS Bangla