লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচন করবেন আমেরিকা প্রবাসী বাংলাদেশি নিনা আহমেদ
Bangladeshi American Dr. Nina Ahmad running for Lieutenant Governor Source: SBS Bangla
যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচন করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. নিনা আহমেদ। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২১ বছর বয়সে আমেরিকায় এসে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা নেওয়ার পাশাপাশি মূল ধারার নাগরিক আন্দোলনের সঙ্গে জড়িত হন। কর্মক্ষেত্রে বৈষম্য এবং ভোগান্তি দূর করতে সক্রিয়ভাবে কাজ করেছেন ময়মনসিংহের মেয়ে ড. নিনা। যদিও গত বছরের শেষের দিকে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। কংগ্রেসানাল জেলায় নির্বাচনী মানচিত্রে পরিবর্তন আসায় লেফটেন্যান্ট গভর্নর পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন ড. নিনা।
Share