সনদে লেখা বার্তায় রাণী এলিজাবেথ বলেন, “ঈশ্বর এবং মানুষের সেবায় তুমি নিজেকে প্রস্তুত করেছ, এবং দেখিয়েছ যে বিশ্বব্যাপী স্কাউট আন্দোলনের তুমি একজন যোগ্য সদস্য। আমার প্রার্থনা ঈশ্বর তোমার পথচলায় সহায় হউক; তোমার অভিযাত্রা আনন্দময় হউক।”
'কুইন্স স্কাউট' সনদ হাতে ফুরকান চৌধুরী Source: SBS Bangla
গর্বিত করার এ অর্জন খুব সহজে আসেনি, ফুরকানের কাছে। ভেঞ্চার স্কাউটের আগের তিনটি ধাপেও সর্বোচ্চ পদক জিতেন ফুরকান। এই ধাপে উত্রিয়ে যেতে, চার রাত পাঁচ দিনে ‘বুশ ওয়াক’ করেছেন ৬০ কিলোমিটার। জঙ্গলে হারিয়েছেন পথ, নেতৃত্বগুনে ছয় ঘণ্টা পর নিরাপদে ফিরেছেন সঙ্গী স্কাউটদের নিয়ে। যা কিনা "কুইন্স স্কাউট" পদক অর্জনে ‘প্লাস পয়েন্ট’ হিসেবেই যোগ হয়েছে।
ত্রিশ বছর যাবৎ স্কাউট আন্দোলনের সাথে আছেন ফুরকানের বাবা সাবেক কাউন্সিলর ডক্টর শাহাদাত চৌধুরী। বাবাকেই আইডল মানেন ফুরকান। বললেন, “একাগ্র প্রচেষ্টা থাকলে যে কোন কিছুই অর্জন সম্ভব।”
নিউ সাউথ ওয়েলস স্কাউটের প্রধান কমিশনারের সাথে ফুরকান চৌধুরী Source: SBS Bangla
এই রিপোর্ট লেখার সময়, তিন রাত চার দিনের হাইকিং ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছেন "কুইন্স স্কাউট" পদক জয়ী ফুরকান চৌধুরী। যেখানে যোগ দিচ্ছেন নিউ সাউথ ওয়েলস-র প্রায় এক হাজার স্কাউট।