কমনওয়েলথ গেমসঃ প্রতিদ্বন্দ্বিতায় নেই বাংলাদেশ

কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে মোট ৫টি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। যার মধ্যে তিনটি ইভেন্টই ছিল শুক্রবার; যেখানে সবকটিতেই ব্যর্থ লাল সবুজের প্রতিনিধিরা। কোচবিহীন এই মিশনে, গতকাল সাঁতারের দুটি ইভেন্টে হিটেই বাদ বাংলাদেশ।

Weightlifting - Commonwealth Games Day 2

Shimul Kanti Singha of Bangladesh competes during the Men's 69kg Weightlifting Final on day two of the Gold Coast 2018 Source: Getty Images AsiaPac

শুরুটা দারুণ হলেও তালিকায় কোন স্থান দখল করতে পারেননি বাংলাদেশের ভারোত্তোলক শিমুল কান্তি। যদিও ৬৯ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ১১৫ কেজি ভার তোলেন তিনি।

মেয়েদের ৫৩ কেজি ওজন শ্রেণিতে ১২তম হয়েছেন ফুলপতি চাকমা। ৫৮ কেজি ওজন শ্রেণিতে ১৩তম হয়েছেন ফায়েমা আক্তার।
Weightlifting - Commonwealth Games Day 2
Fullapati Chakma of Bangladesh competes during the Women's 53kg weightlifting final on day two of the Gold Coast 2018 Source: Getty Images AsiaPac
দিনের শুরুটা সাঁতারের ব্যর্থতা দিয়ে। নারীদের ৫০ মিটার ফ্রিস্টাইলের দ্বিতীয় হিটে ৩১.১০ সেকেন্ড সময় নিয়ে বাদ নাজমা খাতুন। মোট ৪০ জনের মধ্যে হন ৩৭ তম। তবে ক্যারিয়ার সেরা টাইমিং গড়েছেন আরিফুল ইসলাম। পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক হিটে সময় নিয়েছেন ১ মিনিট ৭.৫১ সেকেন্ড। যা তার সেরা টাইমিং থেকে দশমিক শুন্য নয় সেকেন্ড কম। সাঁতারের আরও বেশ কিছু ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। 

দ্বিতীয় দিন শেষে ১৪টি স্বর্ণপদকসহ মোট ৩৬টি পদক নিয়ে তালিকার শীর্ষে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

Share
Published 7 April 2018 2:05am
Updated 7 April 2018 1:16pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends