কমনওয়েলথ গেমসঃ বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিলেন শাকিল

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছেন শুটার শাকিল আহমেদ। বুধবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বেলমন্ট শুটিং সেন্টারে, পুরুষদের ৫০ মিটার পিস্তল ইভেন্টে ২২০.৫ স্কোর গড়ে রৌপ্য জিতেন শাকিল। তার এই অর্জনের মধ্য দিয়ে, প্রায় ২৮ বছর পর কমনওয়েলথ গেমসে পিস্তল ইভেন্টে পদকের খরা কাঁটালো বাংলাদেশ। ১৯৯০ সালে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দেশের হয়ে স্বর্ণ জিতেছিলেন আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি।

Shooting - Commonwealth Games Day 7

Silver medalist Shakil Ahmed of Bangladesh with gold and bronze medalist pose during the medal ceremony for the Men's 50m Pistol Finals Source: Getty Images AsiaPac

এই ইভেন্টে স্বর্ণ জয়ী অস্ট্রেলিয়ান ড্যানিয়েল রিপাকোলির স্কোর ২২৭.২, যা কিনা কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড। ২০১.১ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন ভারতের ওম মিথারভাল।

যদিও বাছাই পর্বে চতুর্থ হয়ে ফাইনালে উঠেন শাকিল। বাংলাদেশের অন্য প্রতিযোগী আনোয়ার হোসেন দশম স্থান লাভ করেন। অথচ দুইদিন আগেও হতাশ করেছিলেন শাকিল । ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে হয়েছিলেন ষষ্ঠ। 

এর আগে, ২০১৬ সালে ১২তম দক্ষিণ এশিয়ান গেমসে ৫০ মিটার পিস্তলে স্বর্ণ জিতেছিলেন শাকিল। 

গত রোববার, গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন শুটার আবদুল্লাহ হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছিলেন তিনি।  
2018 Gold Coast Commonwealth Games
Bangladesh's Abdullah Hel Baki (L) react after the 10m air rifle men's final competition during the 2018 Gold Coast Commonwealth Games on April 8. Source: AFP

Share
Published 11 April 2018 2:16pm
Updated 11 April 2018 6:50pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla


Share this with family and friends