এই ইভেন্টে স্বর্ণ জয়ী অস্ট্রেলিয়ান ড্যানিয়েল রিপাকোলির স্কোর ২২৭.২, যা কিনা কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড। ২০১.১ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতেছেন ভারতের ওম মিথারভাল।
যদিও বাছাই পর্বে চতুর্থ হয়ে ফাইনালে উঠেন শাকিল। বাংলাদেশের অন্য প্রতিযোগী আনোয়ার হোসেন দশম স্থান লাভ করেন। অথচ দুইদিন আগেও হতাশ করেছিলেন শাকিল । ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে হয়েছিলেন ষষ্ঠ।
এর আগে, ২০১৬ সালে ১২তম দক্ষিণ এশিয়ান গেমসে ৫০ মিটার পিস্তলে স্বর্ণ জিতেছিলেন শাকিল।
গত রোববার, গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন শুটার আবদুল্লাহ হেল বাকী। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছিলেন তিনি।
Bangladesh's Abdullah Hel Baki (L) react after the 10m air rifle men's final competition during the 2018 Gold Coast Commonwealth Games on April 8. Source: AFP