বিশ্বব্যাপী বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা এই পবিত্র তিথি বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকেন। এসবিএস বাংলার সাথে কথা বলেছেন মেলবোর্নের বাসিন্দা সুব্রত বড়ুয়া, তার কাছ থেকে জানব এই উৎসবের তাৎপর্য সম্পর্কে।
সুব্রত বড়ুয়া এসবিএস বাংলায় আপনাকে স্বাগত। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব বুদ্ধ পূর্ণিমা পালিত হচ্ছে, আপনার কাছ থেকে এই উৎসবটির তাৎপর্য সম্পর্কে জানতে চাই?
- আপনাকে এবং এসবিএস বাংলাকে অনেক ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র দিন। এটি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে হয়। এই তিথিতে বুদ্ধ জন্ম গ্রহণ করেন, মহা পরিনির্বান এবং বুদ্ধত্ব লাভ করেন তাই এই ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমার তিথিটি আমাদের বৌদ্ধদের জন্য পবিত্রতম।
উৎসবটি বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালিত হয়, বাঙালিরা সাধারণত কিভাবে পালন করে থাকে, উৎসবের মূল অনুষ্ঠানটি কি?
- আমরা বাঙালি বৌদ্ধরা সাধারণত বুদ্ধ মন্দিরে গিয়ে এই উৎসবটা পালন করে থাকি প্রথমত বাসায় মা-বাবাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে শুরু হয় দিনটা, তারপর স্নান করে পরিষ্কার কাপড় পরে নিকটস্থ বৌদ্ধ মন্দিরে যাই। মূল অনুষ্ঠান শুরু হয় বুদ্ধসহ ত্রিরত্নকে স্মরণ করে তারপর পুষ্প সুগন্ধি আহার দান করা হয় বুদ্ধসহ ভিক্ষু সংঘকে।তারপর আমরা পঞ্চশীল গ্রহণ করি, পঞ্চশীল হচ্ছে প্রতিজ্ঞা করা যে আজকে আমি প্রাণী হত্যা, মিথ্যা কথা, ব্যভিচার থেকে, চুরি থেকে, বা নেশা দ্রব্য সেবন থেকে বিরত থাকব। তারপর শেষ পর্ব হচ্ছে পূণ্য দান।
Subrata Barua Source: Subrata Barua
আমরা আজকের এই কুশল কর্মের কারণে যত পূণ্য অর্জন করেছি তা পৃথিবীর সকল প্রাণীকে বিলিয়ে দিচ্ছি সবাই যেনো সুখে শান্তিতে নিরাপদে থাকে। এর পরে আমরা কেউ মন্দিরে কাটিয়ে দেই ধর্ম দেশনা শুনে বা মেডিটেশন করে।
অস্ট্রেলিয়ায় আপনারা কিভাবে পালন করেন, অন্যান্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে আপনাদের যোগাযোগ কেমন?
- অস্ট্রেলিয়াতে বিশেষত বাসাতেই বুদ্ধের স্মরণ নেই বা পঞ্চশীল গ্রহণ করে থাকি। সময় থাকলে কাছের কোন বৌদ্ধ মন্দিরে যাই। আমরা কিছু বাঙালি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন আছি এই মেলবোর্নে। তবে যোগাযোগ হয় শুধু সামাজিকভাবেই খুবই স্বল্প পরিসরে, ধর্মীয় অনুষ্ঠানগুলোতেই শুধু দেখা হয়।
সবশেষে এসবিএস বাংলার শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান?
- এসবিএস বাংলার শ্রোতাদের আমার পক্ষ থেকে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা এবং মৈত্রী প্রদান করছি। সবাই ভালো থাকুন।
সুব্রত বড়ুয়ার পুরো সাক্ষাতকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।
আরো দেখুন: