এবারের বইমেলায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে এসেছিলেন প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।
এবারের বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসে করার কারণ ব্যাখ্যা করে একুশে একাডেমী অস্ট্রেলিয়ার সভাপতি, প্রকৌশলী আব্দুল মতিন বলেন,
“আপনারা জানেন, ভাষার মাস ফেব্রুয়ারি। আমরা সেই মাসে এবারের বইমেলা করতে পারি নি। কারণ, আমাদের ২৫ বছর উপলক্ষে বাংলাদেশ থেকে স্বনামধন্য লেখক আনিসুল হক আসতে রাজি হয়েছিলেন। যার জন্য আমরা ডেটটা একটু পিছিয়ে নিয়ে মার্চ মাসে করা হয়েছে।”
প্রতিবেদনটির প্রথম পর্বটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আর, দ্বিতীয় ও শেষ পর্বের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন:
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
READ MORE
বাঙালির প্রাণের মেলা একুশের বই মেলা