সিডনির অ্যাশফিল্ডে অনুষ্ঠিত হলো একুশে একাডেমির ২৫তম বইমেলা

20240303_134214.jpg

একুশে একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে গত ৩ মার্চ, ২০২৪, রবিবার সিডনির অ্যাশফিল্ড পার্কে অনুষ্ঠিত হয় তাদের ২৫তম বইমেলা। এতে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার আল্লামা সিদ্দিকী, সিডনির বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, অনারেবল মার্ক জোসেফ কুরি এমপি-সহ অস্ট্রেলিয়ার মূলধারার কয়েকজন রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধি। Source: SBS / Sikder Taher Ahmad

একুশে একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে গত ৩ মার্চ, ২০২৪, রবিবার সিডনির অ্যাশফিল্ড পার্কে অনুষ্ঠিত হয় তাদের ২৫তম বইমেলা। প্রতিবেদনটির প্রথম পর্বটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।


এবারের বইমেলায় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ থেকে এসেছিলেন প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।

এবারের বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ মাসে করার কারণ ব্যাখ্যা করে একুশে একাডেমী অস্ট্রেলিয়ার সভাপতি, প্রকৌশলী আব্দুল মতিন বলেন,

“আপনারা জানেন, ভাষার মাস ফেব্রুয়ারি। আমরা সেই মাসে এবারের বইমেলা করতে পারি নি। কারণ, আমাদের ২৫ বছর উপলক্ষে বাংলাদেশ থেকে স্বনামধন্য লেখক আনিসুল হক আসতে রাজি হয়েছিলেন। যার জন্য আমরা ডেটটা একটু পিছিয়ে নিয়ে মার্চ মাসে করা হয়েছে।”

প্রতিবেদনটির প্রথম পর্বটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

আর, দ্বিতীয় ও শেষ পর্বের জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন:
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share