শায়লা জাবীন বড় হয়েছেন ঢাকায়, তবে ২০০৭ সাল থেকে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। এখন থাকেন মেলবোর্নে।
তাঁর কাজের ক্ষেত্র বেশ বিস্তৃত। ডিজএবল প্যারেন্টসদের কাউন্সেলিং দিয়ে শুরু করে, পরবর্তীতে কাজ করেছেন নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে। অভিবাসীদের ইংরেজি শিখিয়েছেন খন্ডকালীন কাজ হিসেবে। পরবর্তীতে অস্ট্রেলিয়ান ফেডারেল সরকারের NDIS এ কাজ করে এখন কর্মরত রয়েছেন ATO তে।
এবারের বই মেলায় তাঁর দু’টি বই প্রকাশিত হয়েছে। একটি উপন্যাস, নাম ‘নিচতারা’, অপরটি গল্প সংকলন, নাম ‘অমোচনীয় দাগ’।
এসবিএস বাংলার পক্ষ থেকে সাক্ষাৎকার গ্রহণ করেছেন তারেক নূরুল হাসান।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ার বাটনে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।