পেশায় প্রযুক্তিবিদ কিন্তু নিজেকে একই সঙ্গে সাহিত্যচর্চায়ও নিয়োজিত রেখেছেন মেলবোর্নের বাসিন্দা অভ্র পাল।
সেই ইচ্ছা ও আগ্রহ থেকে প্রায় বছর দশেক আগে অনলাইন প্লাটফর্ম ‘ও কোলকাতা’ শুরু করেন তিনি এবং এখনও এর সঙ্গে যুক্ত আছেন। বরং একটি লেখালেখির জায়গার গন্ডি ছাড়িয়ে প্রকাশনায়ও যুক্ত করেছেন ‘ও কোলকাতা’-কে।
শুরুতে একটি মানসম্মত অনলাইন ম্যাগাজিন করতে চেয়েছিলেন অভ্র, যেখানে সম্পাদকদের হাত পার হয়ে শুধুমাত্র ভাল লেখা প্রকাশিত হবে। সেই ভাবনা নিয়েই চলছিল ও কোলকাতা।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
তারপরে কোভিডের লকডাউন শুরু হল অস্ট্রেলিয়া এবং সারা বিশ্বে। সে সময় ও কোলকাতার পেছনের মানুষদের মাথায় চিন্তা এলো, কেমন করে এই লেখাগুলোকে ডিজিটাইজড করা যায়।
যেহেতু আইটি-র সঙ্গে যুক্ত আছেন, তাই সমাধান হিসেবে তিনি নিয়ে এলেন একটি অ্যাপ, যেখানে পড়া যাবে ও কোলকাতা ম্যাগাজিন।সে সময়েই অভ্র পাল নিজের লেখা ইংরেজি কবিতার বই প্রকাশ করলেন একটি সুপরিচিত প্রিন্ট অন ডিমান্ড সার্ভিস ব্যবহার করে।
প্রিন্ট অন ডিমান্ডের মাধ্যমে বাংলা বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন অভ্র পাল Source: Abhra Pal
যার ফলে তার বই বিশ্বের বেশিরভাগ দেশ থেকে কেনার সুযোগ তৈরি হল।
তখনই অভ্রের মাথায় এলো, এ কাজটা বাংলা বইয়ের জন্যেও কেন করা যাবে না? এ চিন্তা থেকেই তিনি প্রকাশক হিসেবে ‘ও কোলকাতা’-কে রেজিস্টার করে ফেললেন অস্ট্রেলিয়া ও ভারতে।
কিন্তু বাংলায় বই প্রকাশ খুব সহজ কাজ নয়, কারণ বাংলা ফন্টের সাপোর্ট নেই সব সার্ভিসে। তাই বাংলা ইবুক বা প্রিন্ট বই করাও খুব মুশকিল।
কেমন করে সে বাধা পেরোলেন তিনি এবং ‘ও কোলকাতা’র পেছনের মানুষেরা, আর কী তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা, এ সমস্ত কিছু নিয়েই এসবিএস বাংলার সঙ্গে আলাপ করেছেন অভ্র পাল।
পুরো সাক্ষাৎকার ও প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: