পরবর্তী প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি তুলে ধরতে কাজ করছে সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন

South Australian Bangladeshi Community Association (SABCA)

সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন (SABCA) একটি অলাভজনক কমিউনিটি অর্গানাইজেশন। Source: SABCA

সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন (SABCA) এর প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন (SABCA) হলো সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশী অভিবাসীদের একটি সংগঠন।

এর বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন,

“আজ থেকে ১৮ বছর আগে সাবকা প্রতিষ্ঠিত হয়। এটি একটি অলাভজনক কমিউনিটি অর্গানাইজেশন।”
“আমরা ধীরে ধীরে সাবকার কার্যক্রম বাংলাদেশী কমিউনিটির বাইরেও, মাল্টিকালচারাল কমিউনিটিকেও ফোকাস করে অনেক উদ্যোগ আমরা নিচ্ছি।”

তিনি বলেন,

“আমরা মূলত, বাংলাদেশী ভাষা ও সংস্কৃতিকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যা যা করা প্রয়োজন সেটা আমরা করছি।”

মোহাম্মদ আসাদুজ্জামান ২০১৬ সাল থেকে সাবকার সঙ্গে আছেন। এই সংগঠনটির আর্থিক দিক সম্পর্কে তিনি বলেন,

“আমরা আসলে চ্যারিটি সংগঠন হিসেবে নিবন্ধিত না। তবে, আমরা নন-প্রফিট কমিউনিটি অর্গানাইজেশন হিসেবে নিবন্ধিত।”

“এর ফান্ডিংটা হচ্ছে মূলত অনুদান। আমাদের একটা সদস্য চাঁদা আছে।”

এছাড়া, কমিউনিটির অনেকেই এতে অনুদান দিয়ে থাকে, বলেন তিনি।
SABCA
সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশন (SABCA) এর বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমাদের একটা সদস্য চাঁদা আছে। Source: SBS Bangla
মোহাম্মদ আসাদুজ্জামানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on .

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share