জ্ঞান ও প্রযুক্তির বিকাশে কাজ করতে চায় বাংলাদেশ অস্ট্রেলিয়া হাব ইনক

Young woman references library books on shelves

Young woman references library books on shelves. Source: MOODBOARD

সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশ অস্ট্রেলিয়া হাব ইনক প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে। এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, ইউনিভার্সিটি অফ অ্যাডিলেইডের অ্যাজাঙ্কট ফেলো ড. মোহাম্মদ ইউনুস কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


বাংলাদেশ অস্ট্রেলিয়া হাব ইনক (BAH) এর প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ইউনুস বলেন,

“আমরা যারা অ্যাডিলেইডে ইউনিভার্সিটিতে আছি এবং আমরা যারা প্রফেশনাল, অনেক দিন ধরেই আমরা চিন্তা করছিলাম যে, কীভাবে একটা থিঙ্কট্যাঙ্ক মডেলের একটি অর্গানাইজেশন দাঁড় করানো যায়। তো, ২০১৮ সালে এই অর্গানাইজেশনটা আমি প্রতিষ্ঠা করি।”
তিনি বলেন, অস্ট্রেলিয়া জুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশী বিভিন্ন একাডেমিক, গবেষক এবং অন্যান্য পেশাজীবিদের নিয়ে তিনি এই প্লাটফর্মটি তৈরি করেছেন।

তবে, কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারণে তাদের কার্যক্রমে বাধা পড়েছে, বলেন তিনি।

এই সংগঠনটির উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে ড. ইউনুস বলেন, মূলত সাতটি উদ্দেশ্য নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।
Dr Mohammad Younus
বাংলাদেশ অস্ট্রেলিয়া হাব ইনক (BAH) এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ইউনুস বলেন, এটি আসলে থিঙ্কট্যাঙ্ক মডেলের একটি সংগঠন। Source: Dr Mohammad Younus
ড. মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share