কোভিড ভ্যাকসিনের চতুর্থ টীকা গ্রহণকারীদের বয়সসীমা বদলে ৩০ করা হল

The Minister for Health and Aged Care Mark Butler says more people are eligible for a fourth COVID vaccine

The Minister for Health and Aged Care Mark Butler says more people are eligible for a fourth COVID vaccine Source: AAP/MORGAN SETTE

ত্রিশ বছরের বেশি বয়সীরা কোভিড-১৯ ভ্যাকসিনের চতুর্থ ডোজ দিতে পারবেন এমন ঘোষণা আসায় এখন আরও সাড়ে সাত মিলিয়ন অস্ট্রেলিয়ান এই কার্যক্রমের আওতায় যুক্ত হলেন। সারা দেশে এখন প্রায় ৩ লক্ষ সক্রিয় ভাইরাস কেস রয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি প্রায় ৪ হাজার জন এবং ইনটেনসিভ কেয়ারে রয়েছেন ১৪০ জনেরও বেশি।


মূল বিষয়:

  • ত্রিশের বেশি বয়সীরা এখন থেকে কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ দিতে পারবেন
  • অমিক্রনের নতুন একটি সাব-ভ্যারিয়েন্ট B.A5 এখন খুব দ্রুত ছড়াচ্ছে
  • অস্ট্রেলিয়ায় কোভিডের কারণে প্রতি সপ্তাহে প্রায় ৩০০ জনের মৃত্যু হচ্ছে

আবারও টীকা কার্যক্রম পুরোদমে শুরু হতে চলেছে, তাই সিডনির ফার্মাসিস্ট অ্যাডেল টাহানের মতো স্বাস্থ্যকর্মীদের এখন বিশ্রামের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, চতুর্থ ডোজ নিয়ে ইতিমধ্যেই মানুষের ভেতর এত আগ্রহ তৈরি হয়েছে যে প্রয়োজন অনুপাতে টীকার সরবরাহ পাওয়া আবারও কঠিন প্রমাণিত হচ্ছে।
তবে এই সময়ে টীকা নেয়ার বয়সসীমা বদলের ঘোষণা কোনও কাকতালীয় ঘটনা নয়।

কারণ এখন অমিক্রনের একটি নতুন সাব-ভ্যারিয়েন্ট - B.A5 ছড়িয়ে পড়ছে এবং ক্রমান্বয়ে এটি আরও শক্তিশালী হবে বলে আশঙ্কা করছে গবেষকরা।

স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার বলেছেন, এই ভ্যারিয়েন্টটির কিছু বৈশিষ্ঠ নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে। একবার কোভিড হয়ে গেলে শরীরে যে রোগপ্রতিরোধক ব্যবস্থা তৈরি হয়, তার মাধ্যমে এই ভ্যারিয়েন্টকে আটকানো যাচ্ছে না।

টীকার তৃতীয় ডোজের কার্যক্রম বেশ কয়েক মাস আগেই শেষ হয়ে গেছে। আর এ কারণেই অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশানের সহ-সভাপতি ড: ক্রিস ময় আশঙ্কা করছেন, আমরা হয়ত আরেকটি কোভিড-১৯ স্পাইকের দিকে এগোচ্ছি।
ইসরায়েল এ বছরের শুরুতেই চতুর্থ ডোজ দেওয়া শুরু করেছিল। সেখান থেকে পাওয়া তথ্যে  দেখা যাচ্ছে যে এই শটটি প্রায় এক মাসের জন্য কোভিড সংক্রমণ থেকে বাড়তি সুরক্ষা দেয়, এবং সেই সাথে আরও কিছু গুরুতর রোগের বিরুদ্ধেও সুরক্ষা দিয়ে থাকে।

সিডনি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজিস্ট অধ্যাপক রবার্ট বোয় বলেছেন, অস্ট্রেলিয়ায় এখন কোভিড-১৯ এর কারণে প্রতি সপ্তাহে ৩০০ টিরও বেশি মৃত্যুর ঘটনা ঘটছে।

১৬ বছরের বেশি বয়সী অস্ট্রেলিয়ানদের প্রায় ৯৫ শতাংশ এখন পর্যন্ত ভ্যাকসিনের কমপক্ষে দুটি ডোজ পেয়েছেন।

কিন্তু মাত্র ৭০ শতাংশ তাঁদের তৃতীয় ডোজ নিয়েছেন, যদিও বছরের শুরু থেকেই এই ডোজ পাওয়া যাচ্ছিল।  

এর আগে পর্যন্ত শুধুমাত্র ৬৫ বছরের বেশি বয়সীদের জন্যে চতুর্থ ডোজ নেয়ার সুযোগ ছিল। কিন্তু তাঁদের ভেতরেও মাত্র ৬০ শতাংশ সেই টীকা নিয়েছেন।

৩০ বছরের বেশি বয়সীরা এখন থেকে চতুর্থ ডোজের টীকা নিতে পারবে। তবে বিশেষ করে ৫০ বছরের বেশি বয়সীদেরকে এই টীকা নেয়ার জন্যে পরামর্শ দেয়া হয়েছে।


পুরো প্রতিবেদনটি শুনতে উপরে অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন। 

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন । 

Share