আজকের শীর্ষ খবর:
- ফেডারাল সরকারের চূড়ান্ত বাজেটের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে প্রস্তুত ফেডারাল ট্রেজারার জিম চ্যালমার্স। ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য এটি ১৫.৮ বিলিয়ন ডলার উদবৃত্ত দেখাচ্ছে।
- অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী করার জন্য ফেডারাল সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে জিপিরা। কারণ, এক্ষেত্রে রোগীদের নিজেদের খরচ বাড়ছে।
- ব্রিস্টলে ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।