ফেডারাল বাজেট ২০২৪-২০২৫: “একটা বাজেট দিয়ে এক বছরে সবাইকে খুশি করা সম্ভব নয়”

A man in a suit and tie speaks while other parliamentarians sit behind him

Treasurer Jim Chalmers delivers the 2024/25 Budget statement in the House of Representatives at Parliament House in Canberra, Tuesday, May 14, 2024. Source: AAP / LUKAS COCH

২০২৪-২০২৫ অর্থবছরের ফেডারাল বাজেট নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন গ্রিফিথ ইউনিভার্সিটির গ্রিফিথ বিজনেস স্কুলের প্রফেসর, ড. রেজা মোনেম। সাক্ষাৎকারটির প্রথম পর্বে রয়েছে বাজেটের গুরুত্বপূর্ণ কয়েকটি দিক ও দুর্বলতার বিষয়টি।


এবারের বাজেট সম্পর্কে ড. রেজা মোনেম বলেন,

“কোভিড-পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ জীবনযাত্রার ব্যয় বা কস্ট অব লিভিং নিয়ে অতিষ্ঠ। এবং অস্ট্রেলিয়া সরকারও সেদিকে কিছুটা মনোযোগ দিয়েছেন গত বাজেটে এবং এ বাজেটেও।”

“এই কস্ট অব লিভিং-এর সাথে বা মুদ্রাস্ফীতির সাথে আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার হাই এনার্জি প্রাইস। অর্থাৎ, আমাদের ইলেকট্রিসিটির জন্য অনেক বেশি ব্যয় করতে হচ্ছে। তো সরকার জনগণের এদিকে কষ্ট কিছুটা লাঘব করার জন্য বাজেটে মোট ৫.৪ বিলিয়ন ডলারের ব্যবস্থা রেখেছে।”

অস্ট্রেলিয়ায় আবাসন সঙ্কট নিয়ে তিনি বলেন,

“বর্তমানে অস্ট্রেলিয়াতে একটা হাউজিং ক্রাইসিস চলছে। সেই হাউজিং ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য সরকার প্রায় ১০ বিলিয়ন ডলারের ব্যবস্থা করে রেখেছে।”

“একটা বাজেট দিয়ে এক বছরে সবাইকে খুশি করা সম্ভব নয়। বাজেটের ফলে কিছু কিছু জনগোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের লাভ হয়। অন্যদিকে, অনেকের লোকসান হয়।”
ড. রেজা মোনেম বলেন, সবকিছু মিলিয়ে এবারের বাজেট একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

“বর্তমান বাজেটের একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এটা একদিক থেকে যেমন বাম রাজনৈতিক দলদের সমালোচনার মুখে পড়েছে, তেমনি অস্ট্রেলিয়ান লিবারাল পার্টি বা যারা ডানপন্থী, তাদেরও সমালোচনার মুখে পড়েছে।”

“কেউ কেউ বলছেন যে, এবারের বাজেটের কোনো স্থির লক্ষ্যমাত্রা নেই বা এর কোনো অ্যাম্বিশন নেই। এটা একটা অ্যাম্বিশন ছাড়া বাজেট।”

“আবার, বামপন্থীরা বলছেন, অস্ট্রেলিয়ান যে গ্রিনস পার্টি, যারা বামপন্থী রাজনীতি করেন, তারা বলছেন, এই বাজেটে প্রান্তিক জনগোষ্ঠী, অর্থাৎ, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর, স্বল্প-আয়ের জনগোষ্ঠী, যারা দৈনন্দিন জীবন-সংগ্রামে ব্যস্ত, তাদের জন্য খুব একটা ব্যবস্থা রাখা হয় নি।”

ড. রেজা মোনেমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share