আজকের শীর্ষ খবর:
- নভেম্বরে আবাসন মূল্য জাতীয়ভাবে ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের জানুয়ারির পর থেকে দেশ জুড়ে এটাই সর্বনিম্ন বৃদ্ধি।
- ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে ন্যাটো সামরিক জোটে যোগদানের আমন্ত্রণ জানানো উচিত। আর, এই বিষয়টি ইওরোপে এর বিরোধীদেরকে বোঝানোর জন্য যুক্তরাষ্ট্রের হাতে এখনও সময় আছে।
- গোল্ড কোস্টে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরেছে মাটিলডাস বলে পরিচিত অস্ট্রেলিয়ার নারী ফুটবলাররা।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .
আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় ।