থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি করা যাবে উন্নত মানের আসবাবপত্র

Dr Aziz Ahmed

এ প্রযুক্তি ব্যবহারে স্বল্প বা ন্যূনতম শক্তি প্রয়োজন হবে বলে জানিয়েছেন ড: আজিজ আহমেদ। Credit: Paul Jones

ড: আজিজ আহমেদ ইউনিভার্সিটি অব ওলংগং এ কর্মরত একজন শিক্ষক ও গবেষক। তিনি এখন কাজ করছেন একটি যৌথ প্রজেক্টে, যেটির মূল উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক বর্জ্য রিসাইকেলের মাধ্যমে স্বল্প এনার্জি খরচ করে সেখান থেকে বাড়িতে ব্যবহার উপযোগী উন্নত মানের আসবাব তৈরি করা। সম্প্রতি তাঁর এই প্রজেক্টটি আমেরিকার ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশান ও অস্ট্রেলিয়ার CSIRO থেকে একটি ফান্ডও জিতেছে।


ড: আজিজ এসবিএস বাংলাকে জানান, বিশ্বজুড়ে প্লাস্টিক বর্জ্য একটি বিশাল সমস্যা।

জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। এর ভেতর পুনঃব্যবহৃত হয় মাত্র নয় শতাংশ। বাকি প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও পৃথিবীর ক্ষতি করে যায় বছরের পর বছর।

তবে এই মূহুর্তে রিসাইকেল হয়ে যে-সব পণ্য তৈরি করা হয়, সেগুলো মানে ও স্থায়ীত্ব বিবেচনায় যথেষ্ঠ উন্নত নয়, এবং সে-কাজে শক্তিও খরচ হয় অনেক।

ঠিক এই জায়গাটা নিয়েই কাজ করছেন ড: আজিজ ও তাঁর দল।
তাঁদের গবেষণার সফল হলে রিসাইকেল করা প্লাস্টিক বর্জ্যকে স্বল্প বা ন্যূনতম শক্তি ব্যবহার করে থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোক্তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী উন্নত মান ও ডিজাইনের আসবাবপত্রে পরিণত করা যাবে।

তিনি বলেন, আমেরিকা ও অস্ট্রেলিয়ার গবেষক ও বিজ্ঞানীদের বেশ কয়েকটি দল এখন এই প্রকল্পে কাজ করছে।

এটি বাস্তবায়ন করা গেলে আমাদের ভূমি ও সমুদ্রে প্লাস্টিক বর্জ্য ও তার ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে।

প্রকল্পটির বিস্তারিত নিয়ে ড: আজিজ আহমেদের সাথে এসবিএস বাংলার সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ার লিঙ্কে।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share