আবাসন সঙ্কট নিরসনে গ্রানি ফ্লাট কি ভূমিকা রাখতে পারে?

granny flat

Close up photo of the words granny flat in a dictionary book Source: Getty / Frank Brennan/Getty Images/iStockphoto

অস্ট্রেলিয়ায় বর্তমানে হাউজিং ক্রাইসিস বা আবাসন-সঙ্কট চলছে বলে বলা হচ্ছে। সিডনির বাংলাদেশী অধ্যুষিত লাকেম্বার ল্যান্ড অ্যান্ড লিজ এর মোহাম্মদ আরশাদুল আলম চৌধুরী মিঠু কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


মোহাম্মদ আরশাদুল আলম চৌধুরী মিঠুর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।

প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

আমাদেরকে অনুসরণ করুন 

Share